আমাদের কথা খুঁজে নিন

   

মম মানসের নব বীণা

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

আমি অভিমান করে থাকতে পারি না যে! "নীল মাটি" আমি...মম মানসের নব বীণা বাজে। আসলে নীল রঙের কষ্টগুলো আমায় সর্বদাই আগলে রাখে। নীল রং ছিলো ভীষণ প্রিয় তাই সব কিছু নীলিয়ে দিও... আমার প্রিয় রঙের তালিকায় নীলও আছে। কালচে নীল আমার অসম্ভব প্রিয়। আর লাল... আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রঙ চিনে নেবার আকাল... শুভ্রতার পরশ আমায় টানে, তাই শাদা পাতায় লিখে যাই রং বেরঙের অক্ষরে।

তবে কালোই বেশী মানায়.. আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই.. গত পরশুর রূপোলি চাঁদটা আমায় ভীষণ করে লিখতে নির্দেশ দিয়েছিলো! তবুও লিখিনি কিছুই। শুধু একটি গানের কথাগুলি মনে মনে গুন গুন করে পথ পাড়ি দিচ্ছিলাম পায়ে হেঁটে আর বারবার চাঁদটার দিকে তাকাচ্ছিলাম। আরও একটি জোছনা এলো/ রূপালী আলোর কাফনে মোড়া শেষ চিঠি লেখা হলো/ ভুলগুলোর শেষ বোঝাপড়া কষ্টের রং নীল হলে/ আকাশ কোনো স্বপ্ন দেখায় স্বপ্ন সবই যদি সাদাকালো/ ছবি কেনো রঙিন রেখায় বেঁচে থাকা জীবন হলেও/ জীবন কেনো কাঁদতে শেখায় কান্না যদি থেমে যাওয়া হবে/ হাসি কেনো হারতে শেখায় আর আমার অনুভূতি পাল্টানোর কথা বলছেন। ! আপনার কী মনে হয়!! পাল্টিয়েছে? সত্যিই পাল্টাবে?? কান্দে শুধু মন কেনো কান্দে রে, যখন সোনালী রূপোলী আলো নদীর বুকে বাসা খুঁজে রে... আমি আগের ঠিকানায় আছি, সময় করে এসো একদিন, দু'জনে কিছুক্ষণ বসে পাশাপাশি... এক জনমে না পেলে, ফিরবো আমি জনমে জনমে পুনরাবৃত্তির ভালোবাসার দীপখানি জ্বলবে এ হৃদয়ে... এক মরণে তোমায় হারালে , মরবো আমি ক্ষণে ক্ষণে পথহারা পাখি হয়ে খুঁজবো তোমায় এ অম্বর সমীরণে.. জীবন মরণ নিয়ে লিখতে গেলেই অন্তরাত্মা কেঁপে ওঠে পাছে জীবনকে ঠেঁলে মৃত্যুর প্রাধান্য বেশী দিয়ে ফেলি। যে ব্যথা তুমি দিয়েছো আমায় তার কাছে ঘুমের ওষুধ হার মেনে যায়.. গানটায় সুর লাগাতেও ইদানীং ইচ্ছে করে না।

কারণ কেউ তো ব্যথা দেয় না; আমিই ব্যথাকে জেনেশুনে কাছে টানি। এসব অসংলগ্ন কথাগুলো লিখছি কেনো বুঝতে পারছিনা। এই 'অসংলগ্ন' শব্দটাই বড্ড বেমানান লাগছে এই সমস্ত লেখাটা জুড়ে। কবিতা লিখবো কবে আবার জানি না। হয়তো এই লেখার শেষেই একটা কবিতার জন্ম হবে।

আবার নাও হতে পারে। নিজেই নিজের ছায়াটাকে ঘৃণা করে যাই করি শুধু নিজেকেই অপমান ভুলে যাই নিজেই নিজের জীবনের মূ্ল্য গেয়ে উঠি না জীবনের গান! রবীন্দ্রসংগীতের সুর ভেসে আসে মনের অন্তরালে- তখন নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে.. কেমন এক আবেশে হারিয়ে যাই। তখন কে বলে গো সে প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। হাহ্‌!! আহা জীবন... জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। সত্যিই বেঁচে থাকার মাঝেই আনন্দ আছে।

মানুষ হিসেবে বেঁচে থাকাটা উপভোগ করাই তো জীবন। মৃত্যুর মাঝে তো একঘেঁয়েমি চলে আসবে। জীবনের মতো সেখানে কি আর কখনো মেঘ, কখনো রোদ্দু্র আবার কখনো বা অঝোর বৃষ্টি??? ____________ সেপ্টেম্বর ২৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।