আমাদের কথা খুঁজে নিন

   

'নদি', 'নারি' এবং বানান প্রসংগে....

সুন্দর সমর

সংসদ বাংলা অভিধান 'বানান' শব্দটির অর্থ লিখছে, 'শব্দ মধ্যস্থ বর্ণসমূহের বিশ্লেষন বা ক্রমিক বর্ণন। ' এবং একই সাথে 'প্রস্তুত করা, গঠন করা, উদ্ভাবন বা কল্পনা করা(বানিয়ে বলা) প্রভৃতি অর্থ হয় বলে জানিয়েছে। তা হলে বাংলা শব্দের 'বানান' মানে 'গঠন করা বা কল্পনা হতে পারে। ' ধরুণ রবীন্দ্রনাথ ঠাকুর 'ইউরোপ' কে 'য়ুরোপ' বানিয়েছিলেন। তার জন্য কোনও প্রতিবাদ হয় নি।

অন্যদিকে 'সড়ক'কে কবি ফররুখ আহমেদ 'শড়ক' বানিয়েছন। কাজেই আমি যদি 'পূর্ব' কে 'পুর্ব' বানাই তা হলে কেন তা ভুল হবে? 'তাহার পরে এত নজর কেনও?' আগে 'বাড়ী' বানাতে দীর্ঘ ই লাগত। হয়ত বাড়ি বানানর খরচ বেড়ে যাওয়ায়, কম খরচে বাড়ি বানানর মতলবে এখন 'বাড়ি' হ্রস ই দিয়ে বানান যায়। এমনকি বেশির ভাগক্ষেত্রে দীর্ঘ ই কার দিয়ে আর আজকাল শব্দ বানান হয় না। 'পাখী' 'পাখি', 'পাজী' 'পাজি' হয়েছে এরকম আরও আছে।

কিন্তু 'নদী' ও 'নারী' এখনও দীর্ঘ ইকার দিয়ে লিখতে হচ্ছে। এ কি যন্ত্রণা! কারণ কে না জানে বাংলাদেশের 'নদী' প্রাকৃতিক ও পড়শী দেশ ঘটিত নানা কারণে ক্রমে শীর্ণকায়া হয়ে যাচ্ছে, নাবত্য ক্রমেই নামছে, চর চড়ছে। অন্য দিকে আজকালের নারীরা সব স্লিম থাকতে চাইছেন। চাইছেন মেদ বাহুল্য মুক্ত থাকতে। সে ক্ষেত্রে কেনও 'নদি' এবং 'নারি' লিখতে পারব না।

কেনও এখানে দীর্ঘ ইর বাহুল্য থাকবে, কেনও আজও 'নদী' ও 'নারী' লিখতে হবে, কেউ বুঝিয়ে দেবেন কি!!!......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।