... কি যেন বলতে চাচ্ছিলাম ...
কয়েকদিন আগে একটা পোস্ট এর একটা ইনফরমেটিভ কমেন্ট ভাল লেগেছিল। পোস্টটি আমার ফেভারিট এ এ্যাড করিনি। আজকে ঐ কমেন্টটা একটা দরকারে খুঁজতে গেলাম। কিন্তু ব্যর্থ হলাম - কারন কোন পোস্টের কমেন্টের ভিতর সার্চ করা যায় না । শুধু টাইটেল আর ডেসক্রিপশন এর ভিতরই সার্চ করা যায়!
বাঁধ ভাঙ্গার আওয়াজ, এর নীতিমালা... এখানে বলা হয়েছে...
২ঘ.
...................
............
আমরা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।
খুবই ভাল কথা এবং সত্যি বলতে সবাই এই ব্যাপারে যথেষ্ট উৎসাহিত হয়েছেন। এখানকার সবাই কমেন্ট করতে খুবই ভালবাসেন। এমনকি অনেকেই কোন পোস্ট না করলেও প্রচুর কমেন্ট করে থাকেন। বেশিরভাগ পোস্ট থেকেই যেমন অনেক কিছু শেখার ও জানার আছে তেমনি সেই পোস্টগুলোর গঠনমূলক/সমালোচনামূলক/উপদেশপূর্ণ্/পরামর্শমূলক/ইনফরমেটিভ কমেন্টগুলো থেকে আরও অনেক বেশি জানা/শেখা যায়।
অনেকসময় ব্রাউজ করতে করতে হয়তঃ কোন একটা পোস্টের লেখা ভাল লেগে গেল।
পরে কনটেন্ট সার্চ করে ঐ পোস্টটা ঠিকই বের করা যায়। কিন্তু কোন পোস্টের কোন একটা কমেন্ট সার্চ করার কোন ব্যবস্থা নেই । হ্যাঁ, এখানে প্রিয় পোস্ট ও পোস্ট(কমেন্ট) মনিটর করার একটা ব্যবস্থা আছে। কিন্তু ব্লগে এত বেশি পোস্ট যে সবই যদি এভাবে এ্যাড করি তাহলে নিজের ব্লগের পেজটা অনেকবেশি জবড়জং হয়ে যাবে!
আমার মনে হয় গুগল এর সাইট সার্চ এর বদলে আপনাদের নিজস্ব advance search option থাকলে ইউজারদের অনেক সুবিধা হত।
যেমনঃ দিন-তারিখ(রেঞ্জ) দিয়ে সার্চ করা, কমেন্ট এর ভিতর সার্চ করা, ট্যাগ / কি-ওয়ার্ডস দিয়ে সার্চ করা, রেটিং অনুযায়ী সার্চ করা... ইত্যাদি...
এ ব্যাপারে আপনাদের সকলের মতামত জানতে চাই...
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।