আমাদের কথা খুঁজে নিন

   

সেল ফোন কোম্পানী লি:

sawhir@yahoo.com

আমাদের পিচ্চি একটা দেশে মোবাইল অপারেটরের ছড়া ছড়ি যেমন রমজান মাসে ইফতারের সময় খাবার দোকানে রোজাদারদের ছড়া ছড়ি। যাওগ্গা আমাদের সেল কোং গুলো হলো সিটিসেল বাংলালিংক একটেল ওয়ারিদ গ্রামীন ফোন টেলিটক এই সব কোং গুলো যা যা ফেসিলিটিজ দিচ্ছে তা মনে রাখার জন্য অব্যশই আপনাকে একটি কোর্স করতে হবে। কারণ কে, কখন, কোন অপারেটরে কত পয়সা মিনিট, নিজরে অপারেটরে কত পয়সা, কতক্ষন পর বিল কম, কতক্ষণ মোবাইলে পেচাইলে বোনাস টক টাইম পাওয়া যাবে, কতদিন পেচাইলে থেংকু বোনাস পাওয়া যাবে, কত টাকা লোড করলে কত বোনাস পাওয়া যাবে, কোন অপারেটরের রাত ১২ টা বাজলে অফ পিক শুরু আর কোন অপারেটরে রাত ৩ টা বাজলে অফ পিক শুরু, কোন অপারেটর কতটি করে এফএনএফ নম্বর দিচ্ছে এবং ঐ নিদ্রিষ্ট নম্বরে কত পয়সা মিনিট, কিভাবে-কখন ফ্রি গজাল গাওয়া যায়, গজাল গাওয়ার পর আবার কি উপহার আছে, ইত্যাদি জানতে পারবেন। তাই আর দেরি না করে আমার এই কোর্সে ভর্তি হয়ে যায় এবং নিজেকে করে তুলুন একজন মোবাইল অপারেটর সুবিধার পন্ডিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।