আমাদের কথা খুঁজে নিন

   

যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটাই চোর (!)

সমবেত চেষ্টায় অংশগ্রহন।

সামহোয়্যার ব্লগের সাম্প্রতিক একটা ট্রেন্ড চালু হয়েছে। ভুল বললাম, এটা আগে থেকেই ছিল ,তবে এখন জোরালো হয়েছে । এখন বেশ নতুন আকারে তোড়জোড় করে চালু হওয়া এই ট্রেন্ডের নাম দেয়া যেতে পারে "সিলছাপ্পর " ট্রেন্ড। আগে কেউ যদি একটু আলোচিত বা বিতর্কিত কোন কিছু লিখতো,তাহলে বেশ কয়েকজন বলে বসতেন,এটা নিশ্চয়ই ত্রিভুজ।

অশ্রু নামে একজন ব্লগিং করা শুরু হওয়া মাত্র প্রথমে বেশ কয়েকজন এসে বললেন,এ ব্যাটা নিশ্চয়ই ত্রিভুজের নিক। তারপর সেটা স্থিমিত হয়ে গেল যখন আবার অনেকেই সেটাকে অমি রহমান পিয়ালের নিক হিসেবে চিহ্নিত করে বসলেন। ত্রিভুজ ও পিয়াল,দুজনেই সেটা অস্বীকার করেছেন। তারপর তাদের নামে এ ধরনের অপবাদ দেয়া ব্যক্তি আক্রমনের সামিল। সাম্প্রতিক সময়ে ব্লগে ভার্চুয়ালি নির্যাতিত হওয়া একজন নারী ব্লগারকে এখন এর তার সাথে জড়িয়ে দেয়া হচ্ছে।

যেহেতু ত্রিভুজ এখন হাজির নেই (অন্তত:নিজ নিকে হাজির নেই। )তাই তাকে পিয়ালের সাথে জড়িয়ে দেয়া হচ্ছে। ভাব দেখে মনে হয়,যেহেতু উনি নারী নন তাই তাকে আক্রমন করে যে অত্যন্ত নোংরা কথাগুলো বলা হয়েছে,সেগুলো জায়েজ হয়ে যায়। তিনি যে নারী নন,এই নিশ্চয়তাটা কে কোন জাদুবলে পেলেন সেটা কিন্তু প্রকাশ করছেন না। কী জঘন্য মানসিকতা ! আরেকটি জোরালো জুজুর ভয় দেখানো হচ্ছে ''সাইট ক্ষতিগ্রস্থ হবে।

সব ষড়যন্ত্র। " সব কিছুকে "বিরোধী দলের ষড়যন্ত্র" বলাটা এদেশের সরকারী দলের ফ্যাশন। সেই ফ্যাশন যদি ব্লগে চালু হয়,তাহলে ক্যামন ক্যামন দেখায়। যেন "ষড়যন্ত্র" বলেই অন্যকাউকে আক্রমন করার লাইসেন্স পাওয়া যায়। সামহোয়্যারের বিরুদ্ধে এ ধরনের প্রত্যক্ষ পরোক্ষ হুমকি বহু দেয়া হয়েছে আগেও।

দেশ জুড়ে আন্দোলন করা হবে,বায়তুল মোকাররম থেকে মিছিল বের করা হবে,প্রথম আলোর আলপিনের মতো বন্ধ করে দেয়া হবে, অমুক ভাই তার পাওয়ার দিয়ে এটাকে বাচাঁলেন,এতো সহস্র মেইল দিয়ে মানুষ আমাকে আন্দোলনে নামতে আহ্বান জানিয়েছে...এই সব হ্যান করেঙা ত্যান করেঙা মার্কা চাইল্ডিশ আচরনও বহু দেখা গেছে এখানে। (বিজ্ঞ লোকেরা এসব দেখে হাসি চেপেছেন বহু কষ্টে। প্লাস্টিকের শিং লাগিয়ে দিলেই ছাগলকে তেজী বুলফাইটের রিংয়ে নামানো যায় না,বরং হাসির উদ্রেক হয় দর্শকদের মনে) সামহোয়্যারের টিকিটিও কেউ ছুতে পারে নি। ইনশাআল্লাহ ,ছুতে পারবেও না। অমুককে তমুকের সাথে জুড়ে দেয়া আর ষড়যন্ত্রের জুজুর ভয় বন্ধ করলেই বরং সাইটটি লাভবান হবে।

এ ধরনের ব্যক্তিগত আক্রমনকে কঠোর হাতে দমন করার জন্য মডারেটরদের দৃষ্ঠি আকর্ষন করছি। চাই শক্ত মডারেশন। চাই ভীতি ও প্রভাবমুক্ত মডারেশন ক্ষমতার যথার্থ প্রয়োগ। মডারেটরদের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর নায্যতা সমর্থণ করতে সাধারন ব্লগাররা সবসময়ই এগিয়ে আসবেন বলে বিশ্বাস করি। জয় হোক মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি চর্চার।

সকল নোংরা কর্দমাক্ত ধূয়াশা সৃষ্টি কারীরা নিপাত যাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।