...........................
সাম্প্রতিক সময়ে ব্লগে যে হাও-কাও শুরু হয়েছে তাতে করে অনেক ব্লগার হয়েছেন বিরক্ত, কেউ বা রাগ করে ব্লগ ছেড়ে দেবার হুমকি দিয়েছেন, কেউ বা নিজে বাচতে ব্যাখ্যা দিচ্ছেন। নিজে ব্লগ খোলার ঘোষণা দিয়ে তেলবাজিও করছেন কেউ। একাধিক নিক নিয়ে অনেকে ব্লগ এতই গরম করছেন যে ব্লগ মডারেটররা ভয় পেয়ে ব্যানের ডান্ডা হাতে হাজির হচ্ছেন।
অথচ ব্লগ পলিটিকস্ এর কিছুই যে মডারেটরদের এখনও যে বোঝেন না, তা বুঝতে পেরে বেশ আনন্দ পাইতাছি!
সামহোয়ারইনের জনপ্রিয়তা দেখে অনেক নতুন
ব্লগ সাইট এখন খোলা হচ্ছে। তবে সেগুলো জনপ্রিয় করতে পারাটা হচ্ছে মূল বিষয়।
এক্ষেত্রে সামহোয়ারইনের মতন জনপ্রিয় একটি সাইট থাকতে অন্যরা কেন সেগুলো ভিজিট করবেন?
একটি ব্লগ জনপ্রিয় হয় মূলত কিছু কিছু ব্লগারের কারণে। নিজস্ব লেখনি ও স্টাইলের কারণে অন্যরা সেসব লেখকদের লেখা পড়তেই ব্লগে ঢুঁ মারেন। এক্ষেত্রে সেসব ব্লগাররা অনেক সময় এতই পরিচিতি পান, যে কোন ব্লগেই তারা লিখলেই অন্যরা সেগুলো পড়েন। যেমন ভারতীয় ব্লগার 'মনের কথা'।
তাই নিজ নিজ ব্লগ সাইটকে জনপ্রিয় করার মোক্ষম হাতিয়ার হলো অন্য সমগোত্রীয় ব্লগকে মানহীন করে ফেলা।
ব্লগে যখন মান সম্পন্ন লেখার ক্রমাগত অভাব থাকবে তখন ভালো ব্লগাররা অন্য কোন ব্লগ খুঁজে নেবেন। চয়েসের এ যুগে একটি ব্লগকে আঁকড়ে সবাই থাকবে এ ধারণা একেবারেই অমূলক!
অথচ মডারেটররা নিজেদের কবর নিজেরাই খুঁড়তে লেগেছেন!!
বিশ্বস্ত সূত্রে জানা গেছে,
অমি রহমান পিয়াল=অশ্রু=ত্রিলোরা খান=......নিজেই একটি ব্লগ চালু করার ঘোষণা দিয়েছেন। এখন তার প্রয়োজন সামহোয়ারইন থেকে কিছু ব্লগার ভাগিয়ে একে পঙ্গু করা। পরিকল্পনা মতন কাজ তিনি করেছেন এবং আমাদের অভিজ্ঞ মডারেটর প্যানেল সেই ফাঁদে পা দিয়েছেন।
ত্রিভুজ, সাইমুম, আশরাফ রহমান....সহ ব্যানের সংখ্যা যতই বাড়ছে ভালো লেখার সংখ্যা, আগের চেয়ে ততই ব্লগে কমছে।
এতে করে এসব ব্লগাররা অন্য ব্লগগুলোতে নিশ্চিতভাবে ঢুঁ মারবেন। ফলে যারা সামহোয়ারইনের পরাজয় দেখতে চায় তাদের কাছে প্রতিটি ব্যানই এক একটি জয় হিসেবে আসে।
অথচ যাদের কারণে এসব ব্লগারদের ব্যান করা হচ্ছে, তারা পরে কেন ফিরে আসছে না তা কি আমাদের অভিজ্ঞ মডারেটর প্যানেল একবারও ভেবে দেখেছেন?
আদৌ এসব অসন্তুষ্ট ব্লগারদের অস্তিত্ব আছে কিনা তাও কি কখনো খুঁজে দেখা হয়েছে?
ভার্চুয়াল ব্লগে তর্কাতর্কি'র মাঝে মডারেটর প্যানেলের ব্যান করার মতন এরকম অবিবেচক ও আত্মঘাতি সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত সেই প্রশ্নই এখন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।