আমাদের কথা খুঁজে নিন

   

টিং টং-আসতে পারি?

অচেনাকে চেনার আর অজানাকে জানার এক দুর্নিবার চেষ্টায় ছুটে চলেছি জীবন পথে......।

সামহো্য়্যারে আমার প্রথম দিন - আর সেই সাথে আমার অনুভূতিটুকু কেমন এই নিয়ে কাল রাত থেকে ভাবছি পোস্ট করব। আজ সকালে সেহরী খেয়ে আর ঘুমালাম না, লিখতে বসে গেলাম পোস্ট একটা। ইয়া লম্বা একটা লিখেও ফেললাম। কিন্তু কেন জানি তা আর আলোর মুখ দেখলনা।

মাঝে হয়তো কোন কারনে ডিসকানেক্টেড হয়েছিলাম। এতো রাগ লাগল...আর লিখলাম না কিছুই। ইফতারের পর আবার বসলাম...হমম.... ভাবছি এই প্রথম দিন সামহো্য্যারে কি দেখলাম, কেমন লাগল একটু প্রকাশ করি। হয়তো কেউ পড়বেনা, তারপরও জানাতে তো দাষ নেই। আমি কিন্তু অনেকের মত অনেকদিনের পুরনো পাঠক থেকে লেখক হইনি।

তাই আমার ধারনা গুলো একেবারেই ক্ষূদ্র অভিগগতার আলোকে (এই যুক্তাক্ষরটি কি দিয়ে তৈরী ভুলে গিয়েছি)... মনে হলো সামহোয়্যার (উফ, এই শব্দটা লিখতে খুব কষ্ট, আমি 'কোথাও' লিখব) একটা বিরাট ক্ষেত্র-সবাই লিখে যাচ্ছে নিজের অনুভুতিগুলো। কেউ হয়তো নতুনভাবে প্রভাবিত হচ্ছেনা, নিজের মত থেকে সরে আসছেনা, তারপরও সবার প্রকাশ করার আগ্রহ আর ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে প্রথম নজরেই। এখানে বিভিন্ন মতের, বিভিন্ন মনের মানুষের সহাবস্হান-(হয়তো সেটা ১০০ % শান্তিপুর্ণ নয়)- তবু ভাবতে গেলে ব্যাপারটা দারুণ। এতো মতের মানুষের ইনটারআ্যাকশনের সুযোগ টা অন্য কোনওভাবে হয়তো আসতনা.... এক কথায় দারূন। তাই লোভ সামলাতে না পেরে আমিও ঢুকে পড়লাম।

বেশ কিছু ব্লগ পড়ে জানলাম এখানে অনেকে (প্রথম পাতায়????) ব্যান হন, আবার তাকে আনব্যান করার জন্য ভার্চুয়াল মিছিল মিটিং- দাবি দাওয়াও পেশ হ্য়.....কখনও "কোথাও" পরিবারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ হ্য়.....। হমম, ইনটারেস্টিং- এই না হলে বাংগালি সাইট। খুব খারাপ লাগল জানতে পেরে, এখানে অনেককে এসে আবার কিছুদিনের মাথায় চলে যেতে হয়-পরিবারের বাধার কারনে!! এখানে বিভিন্ন আকৃতির ব্লগারের সমারোহ টা চোখে পড়ার মত। বিভিন্ন নামেরও। অবাক লাগল বিভিন্ন ঘরানার (কখনও ১৮০ ডিগ্রী বিপরীত) মানুষ দেখে- [কেউ বিবেক কেউ ঠোটকাটা!!] হাহাহাহা।

অদ্ভুত সব কান্ডকারখানা! সব মিলিয়ে এক বিশাল বৈচিত্রের সমারোহ। বাংলাদেশের কোনও শপিং মলে এই ঈদের বাজারেও এতো বৈচিত্র পাব না বলেই .... ঢুকে পড়লাম এই মানুষের ভার্চুয়াল অরণ্যে। আর হ্যাঁ। একটা ব্যাপার কিন্তু আমাকে কেউ শিখিয়ে না দিলেও বুঝে নিয়েছি- এই অরণ্যে বাচতে হলে গন্ডারের চামড়া গায়ে জড়িয়েই আসতে হবে। তাই করলাম না হ্য়।

আই হোপ আই আ্যম নট আনওয়েলকাম ইন 'কোথাও'। ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে এই ব্লগটি পড়ার জন্য। আর সেই সাথে কৃতগগতা জানাই শাওন ভাইয়াকে - যিনি আমার ব্লগে প্রথম কমেন্ট করে আমাকে বাধিত করেছেন। শুনেছি ওটা নাকি উনার অভ্যাস-নতুনদের হাত খুলে লিখে যেতে বলা...? কিভাবে হাত খুলে শিখালে খুশি হব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।