কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
মামাদের বাড়ি আমাদের খুব কাছে...এতোটাই কাছে যেন জানালার ওপাশে হাত বাড়াতেই মামাদের আলনার নাগাল...মামাদের গামছা আমাদের প্রিয় হয় অতএব নিয়ম মতোন। নিজেদের গোসলখানায় গরম পানির শাওয়ার সেরে আমরা হাতের দৌড়াত্ম বাড়াই মামাদের আলনায়। সুবিধা এটুকুই যে মামিরা কখনো তক্কে তক্কে থাকেন না।
আমাদের বাড়ি ভালোমন্দ কিছু রান্না হলে মামারাও আসেন নিয়তঃ, মামাদের কিছু হলে যেমন আমরাও...খেয়ে(কোনই সমস্যা হতোনা যদিও না খেলেও ) আমরা আর মামারা পরস্পরের উকুন বাছি আর যেকোন আরাম প্রোভাইড করি।
আমরা আর মামারা মিলে - আমাদের দিন ভালোই চলেছে, নিজেদের মহল্লায়...আমরা আর মামারা মিলেছি একই মহল্লায়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।