আমার মনে হয়, আমি পৃথিবীর অন্যতম অলস প্রাণী! এই যে এখানে একটা ব্লগ খুলেছিলাম কবে না কবে... কিন্তু লিখবো লিখবো করে আর লেখা হয়ে ওঠে না। কখনো মনে হয়, এই ব্লগটাকে আমি ব্যাবহার করবো ভবিষ্যতের জন্য স্মৃতি রোমান্থন করার জন্য। কিন্তু লেখতে যে ইচ্ছে করে না??!
এই রমজান মাসটা কেমন জানি কেটে যাচ্ছে। খুব দ্রুত... কিন্তু কিছুই ভালো লাগছে না কেনো??
আমার স্বপ্নগুলো কেনো জানি অন্যরকম হযয় যাচ্ছে... জানি না.... বোধ হয় কালের আবর্তে আমিও ডুবে যাচ্ছি আধুনিক আবেগহীন, যান্ত্রিকতার মাঝে। আচ্ছা, এমন হচ্ছে কেনো?? আমার স্বপ্নগুলো কি তাহলে অলীক কল্পনা হিসেবে থেকে যাবে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।