আমাদের কথা খুঁজে নিন

   

কদু ও লালসা সমাচার (উৎসর্গ কৌশিক ও রাসেল........)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আকাশ উপচে পড়া দুপুর, খুব রদ্দুর দূর গাঙচিলের ডানায় ভর করে আসে একরাশ মেঘ, আর মেঘের ভেতরে ঘুমিয়ে থাকা থোকা থোকা বৃষ্টির ঢিল যদিও ঢিল নয় এগুলো; গুচ্ছো গুচ্ছো জন্মবিরতি পিল তাই জন্মগুলো বিরতি নিতে নিতে নাভীশ্বাস শ্বাসে শ্বাসে ওঠানামা শেষে তুমি আমি অযান্ত্রিক লাশ লাশগুলো চুপচাপ শুয়ে থাকা খুবখুব ভালো ভালোগুলো ভালো নয়, কালো মেয়ের যোণীর রংও কালো হঠাৎই ধর ধর ধর...কালো কালো বলে চিৎকার করা স্বর চোখে ভয়ার্ত দৃষ্টি, আর জগৎ ভরা ঘর ভাঙ্গা ঘর সবগুলো এভাবেই অবিরাম, টুকরো খানখান ব্ল্যাকবোর্ডে দৌড়ে বেরিয়ে চকের মুখ ম্লান ম্লানমুখে, কোষগুলো ছিঁড়ে ফেলা সংবেদী হাতের জাদু জাদুতে জাদুতে অবিরাম, দোল দোল পাঁচতারা কদু...... কদু....!! কি আশ্চর্য্য!! গোল গোল, ঢোল ঢোল চেনাচেনা, কদু...... কদু...... শরীর উপচে পড়া লালসা উপচে পড়া..... কদু... অদ্ভুত!! সুস্বাদ!! কদু...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।