``কেউ দুধ বেচে মদ খায় আর কেউ মদ বেচে দুধ খায়। নিজের অর্জিত মেধা ও অর্থ তুমি কিভাবে খরচ করবে সেটা নিজের বিবেককে জিজ্ঞেস কর``
ছোট বেলায় এক শিক্ষক উপরোক্ত কথাগুলো বলেছিলেন একই জিনিসের ভাল ও মন্দ উভয় রকমের ব্যবহার নিয়ে। বিজ্ঞান নিয়ে কথা বলতে হলে নামের সামনে একটা ডক্টরেট ডিগ্রী থাকতে হবে নাহলে আপনার কথা কেউ শুনবে না এই ধরনা মিথ্যা প্রমাণ করে দিয়েছেন ২৩ বছর বয়সি তরুনী, জীববিজ্ঞানে অনার্স পাস করা কানাডা প্রবাসী ব্লগার এলিস এন্ড্রু
ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বেশিভাগ মানুষ যখন হলিউড বা বলিউডের নায়ক নায়িকার নামে পেজ খুলে তাদের গুণকীর্তনে ব্যস্ত; ব্যবহারকারীদের বড় একটা অংশ যখন নিজেদের মতের রাজনৈতিক মতবাদ প্রচারে ব্যস্ত; তরুণ প্রজন্মের একটা বড় অংশ যখন ১৮+ পেজের খুলতে ব্যস্ত তখন ২৪ বছর বয়স্ক তরুণী ব্লগার দুরু-দুরু বুকে ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে আজ থেকে ১৮ মাস পূর্বে (মার্চ ২০১২) বিজ্ঞান বিষয়ক ব্লগিং এর জন্য একটা পেজ খুললেন; যার নাম দিলেন "I Fucking Love Science"!"
এন্ড্রু এর উদ্দেশ্য ছিল নিজে প্রতিনিয়ত বিজ্ঞানের যে মজার ও অশ্চার্যজনক বিষয়ক পড়েন ও দেখেন তা অন্যদের সাথে শেয়ার করা।
পেজটি খুলার পরের দিন ঘুম থেকে উঠে দেখন সেই পেজের ১,০০০ ফলোয়ার হয়েছেন। মাত্র ১৮ মাস পরে যেই পেজটি হয়ে দাঁড়ালো তার প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক খবরের মাধ্যম।
মাত্র ১৮ মাসের মধ্যে বিজ্ঞানকে ভালবাসে এমন ৬৮ লাখ মানুষকে নিয়ে আসলেন একই ছাতার মধ্যে; যে ছাতাটির নাম "I Fucking Love Science"!"
"I Fucking Love Science"!" প্রতিষ্ঠার ১ বছর পরে যদিন এন্ড্রু তার টুইটার একাউন্ট খুলেন সেদিন টুইটার একাউন্টে তার ছবি দেখে অনেকের চক্ষু কপালে উঠার অবস্থা।
I Fucking Love Science নামক একটা পেজের পিছনের মানুষটি যে ২৩ বছর বয়স্ক একটি অনিন্দ্য সুন্দরি তরুণী হতে পারে তা অনেকের মাথায় ঢুকতে ছিল না। টুইটারে তার তার ফলোয়ারদের মন্তব্য ছিল নিম্নরূপ:
'F**k me! This is a babe ?!!'
অন্য একজনের মন্তব্য ছিল:
'Holy hell, youre [sic] a HOTTIE!'
আর একজনের মন্তব্য ছিল:
'you mean you're a girl, AND you're beautiful? wow, i just liked science a lil bit more today'.
উপরোক্ত মন্তব্যগুলো দেখার পরে এন্ড্রু এর প্রতিক্রিয়াটা ছিল দেখার মত
পরিশেষে স্যার করা সেই উক্তিটি আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই:
``কেউ দুধ বেচে মদ খায় আর কেউ মদ বেচে দুধ খায়। নিজের অর্জিত মেধা ও অর্থ তুমি কিভাবে খরচ করবে সেটা নিজের বিবেককে জিজ্ঞেস কর``
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।