আমাদের কথা খুঁজে নিন

   

আর কতো?সামাজিক ভাবে বয়কট হোক ধর্ষকরা!সমাজ টাকে নরক বানিয়ে দিন ধর্ষকদের জন্য!

আজ ভোর হয়নি। হয়তো কাল-ও হবেনা। চারিদিকে ভীষণ কাল। ভোর হবার প্রতিক্ষায়.... ১২ই মাঘ, ছোটবেলা থেকে শুনে এসেছি "নিজে ভালো তো জগত ভালো" কিন্তু সমসাময়িক একটা পৌনপুনিক পশুত্বের প্রতিযোগিতা আর সে নীতিবাক্যে সায় দিচ্ছে না। প্রশ্ন আসতে পারে কি সেই অমার্জনীয় অধ্যায়??? হ্যাঁ,সেটা আর কিছুই না,"ধর্ষণ" ধর্ষণ যে নিত্যনতুন কোনো আলোচ্য বিষয় তা বলব না।

ছোটবেলায় পত্রিকায় ধর্ষণের সচিত্র রিপোর্ট দেখেও তেমন কিছুই বুঝতাম না। কি এই "ধর্ষণ"? বয়স বাড়ার সমানুপাতে জানার পরিধিও বাড়লো,তবে বিন্দুমাত্র কমেনি এই নোংরামির উচ্চতা বরং পাল্লা দিয়ে বেড়েছে এই পশুত্বের কৌশল এবং কুশলীরা। প্রতিদিন দেখতে দেখতে অনুভূতি গুলো কেমন যেন ভোঁতা হয়ে যাচ্ছিলো,কিন্তু "ধর্ষণ"কেন্দ্রিক সাম্প্রতিক ঘটনা গুলো ভোঁতা অনুভূতিগুলোকে চোকা করে দিচ্ছে। তবে আমার ধারণা ধর্ষকরা ধর্ষণের মর্মটা কখনই বুঝতে পারেনি। একটা মেয়েকে ধর্ষণ করে ধর্ষক কি পেল??? -সাময়িক প্রবৃত্তি মেটালো? -পুরুষত্ব দেখালো? -প্রতিহিংসা মেটালো? -পুরুষ শাসিত সমাজে নারীর উপরে একটু অধিকার খাটিয়ে নিলো? আর মেয়েটা কি হারালো? -সত্যি কথা বললে সে একটা জীবিত লাশ হয়ে গেল।

-সমাজের কাছে আঙ্গুল তুলে উপহাসের পাত্রী হয়ে গেলো। -এলাকার চায়ের আড্ডায় সে হয়ে গেলো হট টপিক;কি কি প্রক্রিয়ায় সে ধর্ষিত হতে পারে তার বিশদ আলোচনার রসদ। -ভিক্টিম হয়েও পুরো লোকালয়ের কাছে অপরাধী হয়ে যাওয়া। -বিচার চাইবে? সেখানেও কয়েক প্রস্থ ধর্ষণের শিকার হতে হবে। >কি কি হয়েছিলো আপনার সাথে? কাপড় গায়ে কতটুকু ছিলো গায়ে? বডির ঠিক কোন কোন পার্টে কিভাবে আঘাত পেয়েছে? ডিউরেশন কত ছিলো? (মেজাজ খারাপ করবেন না;এটা সামান্য সিম্পল মাত্র!) -গ্রামে সালিশ করবে? তার বিচার হবে বিশ হাজার টাকা! সেই বাজেটেরও বেশিরভাগ যাবে মোড়লদের চা-নাস্তায়।

-সম্মানের ভয়ে বিচার না চেয়ে লুকিয়ে রাখবে? ধর্ষকরা চোখের সামনে মিটমিট হেসে যাবে কিংবা আগের নেশার পুনরাবৃতি ঘটাতেও দ্বিতীয়বার ভাববে না! আর মেয়েটি চিরতরে হারাবে নিজের কাছে স্বাভাবিক হবার ক্ষমতা! -প্রিয় মানুষটি? যাকে নিয়ে সারা জীবন একই ছাদের নিচে থাকার স্বপ্ন ছিল? সেও ছেড়ে যাবে বিনাবাক্য অপচয়ে। তবে বলুন তো ধর্ষকটা মেয়েটার কি ক্ষতিটা বাকি রাখলো??? অথচ ধর্ষকের কি শাস্তি হবে জানেন??? ৯৯.৯৯ ভাগ ক্ষেত্রে কচু!!!!!!!!!!!!!! চারপাশে এত ধর্ষণ দেখতে দেখতে আপনার গা সওয়া ভাব কেন বলি? কারণ এই জঘন্য প্রয়োগটা আপনার প্রিয় মানুষটি,আপনার আদরের বোন কিংবা আপনজনের উপরে হয়নি বলে! কিন্তু কাল যে পত্রিকায় আপনার প্রিয় মানুষটির ধর্ষণের সচিত্র সংবাদ আসবে না তার কোনো গ্যারান্টি আছে???? আমি অন্তত আমার ছোটবোন কিংবা প্রিয় মানুষটির এই দুঃসংবাদ মেনে নিতে পারব না। এবং আমি জানি আপনিও পারবেন না! তবে উপায়??? উপায় আপনি নিজেই!!! ধর্ষক-দের খেয়ে দেয়ে কাজ নেই আমার আপনার স্ট্যাটাস,ব্লগ দেখে শোধরাবে! একমাত্র সমাধান সামাজিক ভাবে """বয়কট"""!!!!! ধর্ষকরা কি কোনো মায়ের ছেলে না? কোনো বোনের ভাই না? কোনো প্রেমিকার সঙ্গী না? কোনো স্ত্রীর স্বামী না? ওরা সংখ্যায় কত? -৫ হাজার?৫০ হাজার?৫লাখ? তাতে কি হয়েছে??? আঠারো কোটি মানুষের দেশে মাত্র ৫লাখ পশুর কাছে পরাজয় মেনে নিবো??? সমাজে অবশ্যই ভালো মনের মানুষেরা সব জায়গায় আছে! মানিকগঞ্জের বাসে ধর্ষকদের ধরিয়ে দিয়েছে হকার! ঘৃণা করা শিখুন ধর্ষককে,ধর্ষিতাকে নয়! ধর্ষকদের মা,বোন,স্ত্রী,প্রেমিকা,আপনজন আপনাদেরকে বলছি... আপনারা কি পারবেন না এই সব পশুগুলোকে জীবন থেকে ছেঁটে ফেলতে??? মানবিকতাই বলুন আর সহমর্মিতাই বলুন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়াও তার অপরাধের তুলনায় লঘু শাস্তি হয়ে যায়!!! তবুও চাই ধর্ষক নামের কীট গুলোর দ্রুত বিচারে ফাঁসি হোক!!! বোনদের-কে বলছি,রাস্তাঘাটে কোথাও কারো দ্বারা লাঞ্ছিত হলে বসে থাকবেন না। আবারো বলছি,ভালো মনের মানুষ সব যায়গায় আছে। প্রতিবাদ করুন! "মনে রাখবেন কতিপয় খারাপ লোকের জন্য সমাজ দূষিত হয়নি! দূষিত হয়েছে সংখ্যায় বহুল থাকা ভালো মানুষদের নিশ্চুপ থাকার কারণে!" বাসে হেল্পারের কাছে লাঞ্ছিত হয়েছেন? প্রতিবাদ করুন, বাসে শুধু ধর্ষকরাই থাকেনা বরং অনেক বেশি সংখ্যায় ভালো মানুষেরাও থাকে।

অধিকার আদায় করে নিতে শিখুন! অনলাইনে যে কিছু বলব তাতেও অনেকের আঁতে ব্যাথা! সবাই নাকি চিল্লায় কিছু লাইকের আশায়! আমি আমার পরিচিত কাওকে ধর্ষক হতে দেখলে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করব এবং তার বিচারের জন্য যথেষ্ট চেষ্টা করব! ধর্ষিতা যদি আমার প্রিয় মানুষটি হয় তবে তার প্রতি আমার ভালোবাসা কণা মাত্র কমবে না! আমি আমার ওয়াদার কাছে পূর্ণ সম্মান রাখি... এই আমার প্রতিবাদ! আপনি,আপনারা পারবেন না সমাজটা ধর্ষকদের জন্য নরক বানিয়ে দিতে??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।