/
আমি মহাকালদূর স্রোত থেকে আছড়ে পড়ি সৈকতে
ঝিনুকের খোলসের মুক্তোরা হয় উন্মুক্ত
বিবর্ণ বালুকাবেলায় জ্বলে সহস্র সূর্য
অনেক ঝড়ের অবশেষ দেখি, একটা শিরস্ত্রান।
আলোকের ধেনু দৃকপাত টেনে নেয় পুণরুথ্যানে
সহস্র অব্দ বর্ষ জনমের আলোকবর্ষ পথ অতিক্রমনে
আমার ভাগ্য কালপুরুষের তীরের নিশানায়
বিশাল সৈকতের বুকে অনুকূল প্রবাহে ওড়ে।
মৃত্যিকার ধুলো হতে ধুমকেতুর জ্বলন্ত পুচ্ছতে
তোমার শিরস্ত্রান নিয়ে পাড়ি দেই অনন্তর সময়পথ
বিস্তৃর্ণ মহাকাশে শুণ্যগর্ভ অন্ধকূপে ওঠে লুদ্ধক
আমার চেতনাসমগ্র দশ দিক ঘুরে তোমাতে ধ্রুব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।