টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।
ব্যক্তিগত কিংবা প্রফেশনাল কাজে অনেকেই ওয়েব সাইটের কাজ করে থাকনে। আর এই কাজে একটা জিনিস বের জরুরী আর তা হলো সাইটের কনটেন্ট বা পেজগুলো আপলোড করা। আমাদের দেশের ইন্টারনেট কানেকশনের যে অবস্থা তাতে হোস্টিং কম্পানীর দেওয়া সিপ্যানেল (cpanel) এ ঢুকে ফাইল আপ্লোড করা বেশ ঝামেলার। আমরা ডাউনলোড করার সময় যেমন এক্সিলারেটর বা ডাউনলোড সফটওয়্যার ব্যবহার করি ডাউনলোড করার সময় তেমন আপলোড করার জন্য আছে কিছু আপ্লোডিং সফটওয়্যার।
তবে এই গুলো ব্যবহার করা জন্য দরকার আপনার নির্দিষ্ট সাইটের জন্য এফটিপি একাউন্ট। সিপ্যানেলে ঢুকে আপনি সহজে এই রকম একাউন্ট বানিয়ে নিতে পারেন যদি এই অপশন এনাবল করা থাকে। আর ডিফ্লট সিপ্যানেলের ইউজার নেম ও পাসওয়ার্ডও ব্যবহার করা যায়। কিছু এফটিপি আপ্লোডার সফটওয়্যার একই ফাইল একাধিক থ্রেডে এবং pause-resume সিস্টেমে ফাইল আপ্লোড করতে পারে যা ডাউনলোড সফটওয়্যার গুলো করে থাকে।
আমি ব্যক্তিগত কাজে অনেক দিন ফাইলজিলা নামে একটা ফ্রি এফটিপি সফটওয়্যার ব্যবহার করেছি।
তবে কিছু দিন আগে এটা দিয়ে কাজ হচ্ছিলো না আমার স্লো নেট কানেকশনে। তারপর হাঙ্গরিকোডার বা রাজুর কাছ থেকে জেনে নেওয়া একটা সফটওয়্যার 3dftp ব্যবহার করেছি। এছাড়াও আরো অনেক ফ্রি অথবা টাকা দিয়ে কেনার এফটিপি সটওয়্যার আছে নিচে ঐদুইটার সাথে বাদবাকিদের ডাউনলোড লিংক দিয়ে দেওয়া হলোঃ
3ফভঃঢ়। 3dftp আপনি ফ্রি পাবেন।
ফাইলজিলা ডাউনলোড করার জন্য এই লিংকে যান।
এখান উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ইত্যাদি অপারেটিং সিস্টেমে জন্য আলাদা আলাদা ডাউনলোড লিংক আছে। এটা একদম ফ্রি।
কিউট এফটিপি(cuteFtp) এর বিভিন্ন ভার্সনের জন্য এই লিংক অনুসরন করুন। এখানে সফটওয়্যারটির হোম, প্রফেশনাল,ম্যাক ইত্যাদি ভার্সনের পাশাপাশি একই কোম্পানীর অন্যান্য সফটওয়্যার ও পাবেন। তবে এটা ফ্রি নয়।
ftpcommander নামে আরো একটা ফ্রি সফটওয়্যার পাবেন এখানে ।
সাইট থেকে কিছু কোট করে দিলামঃ
FTP Commander 8.0 Short description
This ftp program offers a no-nonsense interface consisting of two side-by-side local computer and FTP server panels. And what's more, the program is absolutely free and does not contain any annoying ad banners....
Rightftp নামে আরো একটা সফটওয়্যার আছে। ডাউনলোড পেজ এখানে।
এই লিঙ্ক থেকে GoFTP এবং Simple FTP নামে আরো ২টা এই রকম সফটওয়্যার পাওয়া যাবে।
ফায়ারফক্সের এক্সটেনশন হিসাবে একটা ftp client পাওয়া যায়।
নাম ফায়ার এফটিপি(Fireftp)।
Smartftp client এর সর্বশেষ ও বেটা ভার্সন পাওয়া যাবে এই পেজে।
আপনাদের কারো যদি পরিচিত পছন্দের ও কাজের কোন ftp আপ্লোড করার সফটওয়্যার থাকে তাহলে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ , মানচুমাহারা
বিঃদ্রঃ এই লেখাটি প্রথম প্রকাশ আমাদের প্রযুক্তি ফরামে এখানে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।