আমার মেঘের বুকে জল/তোমার তেমন আকাশ কই/ইচ্ছে করে আরেক জনম/মুষলধারা হই...
প্রতি সোমবার অধীর আগ্রহে অপেক্ষা করতাম প্রিয় আলপিনের জন্য। পেপার হাতে পাওয়ার সাথে সাথে আলপিন নিয়ে রুমে যেতাম আর এক নিঃশ্বাসে শেষ করতাম পুরোটা। একটা সপ্তাহ অপেক্ষা করতাম কাউসার মাহমুদের উদ্ভট কার্টুনের জন্য, সুমন্তের টাচি লেখার জন্য, কিংবা মানিক-রতনের দুর্দান্ত হাসির ড্রয়িংগুলার জন্য। কালকে প্রথম আলো পাওয়ার পর অনেক্ষন মন খারাপ করে বসে ছিলাম। সেই ১৯৯৮ থেকে আলপিন ভালোবাসি।
এই দেশে ফান ম্যাগাজিন এর ডেফিনিশন পাল্টে দিয়েছিলো আলপিন। জানি ইদানিং কোয়ালিটি অনেক কমে গেছে,তবুও অন্য কোনো ফান ম্যাগাজিন আলপিনের ধারে কাছে আসতে পারেনি। আজকে কি একটা নির্দোষ কার্টুনের জন্য আলপিন বন্ধ! একজন মুসলমান হয়ে আমি বলতে পারি আমার ঈমান এতো কমজোর না যে এই বালখিল্য কার্টুনের জন্য আমার ঈমান আঘাত পাবে। আর যাদের ঈমান আঘাত পেয়েছে তাদের কাছে তো ক্ষমা চাওয়া হয়েছে,আর কি? তারা প্রিয় নবী (সাঃ) এর নাম নিয়ে তুলকালাম কান্ড ঘটাতে পারে, অথচ প্রিয় নবী (সাঃ) এর জীবনচরিত অনুসরন করতে পারে না! কি শাস্তি দিয়েছিলেন তিনি সেই কাটা বিছানো বুড়ীকে, সেই বিষ মেশানো মহিলাকে, কিংবা তায়েফবাসিকে? তিনি তাদের ক্ষমা করেননি? নাকি চ্যানেল আই এর সেই বিদগ্ধ ইসলামি পন্ডিতের মত বলেছেন, এদের ফাসি দিতে হবে?
আমি চাই আগামি সোমবার থেকে প্রথম আলোর সাথে আলপিন বের হোক....কতগুলো অশিক্ষিত ধর্মান্ধের জন্য আমার প্রিয় আলপিন বন্ধ থাকবে কেনো? দেশকে এগিয়ে নেবার সময় এখন,পেছানোর নয়। মহান আল্লাহতায়ালা আমাদের সবাইকে সহনশীল হবার তৌফিক দান করুন, আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।