আমাদের কথা খুঁজে নিন

   

মন তো গাড়ীর স্টিয়ারিং নয়

আলো অন্ধকারে যাই...

মন তো গাড়ীর স্টিয়ারিং নয়...ডানে ঘুরালে ডানে আর বামে ঘুরালে বামে যাবে !! হলে ভালোই হতো !!! আজ তাহলে অফিসে আসতাম না। একটা মিডল ক্লাস ঘুম দিতাম... ইতং বিতং অলস একটা দুপুর আসত..রমজান মাস..খাওয়ার ঝামেলা নেই..জন ডেনভার এর গানের সাথে যতীন সরকার এর বই..আহ...এই রেসিপিটা যে কতদিন হ্য়না ! আজ না হয় হতো..ফিকে আলোর ধারাপাতে হু হু করা ব্যাচেলর বিকেল.. নাহ..নস্টলজিক হয়ে যাচ্ছি..আর লিখবো না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।