আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েব পাগল পোলাপাইন

আমার ফ্যাক্টরি

এ এক বিস্ময়। এ এক আশ্চর্য কথা। এটি একটি সত্য ঘটনা..... যতদুর মনে পড়ে ২০০৫ সালের ঘটনা। কয়েকজন বন্ধুবান্ধব মিলে তৈরি করে নিজেদের স্বপ্নের ওয়েব সাইট। নাম দেয় http://www.nladevilz.com .... তো সবাই জানে যে একটি ওয়েব সাইট চালানোর জন্য প্রতিবছর রেজিষ্ট্রেশন করতে হয়....আর এই রেজিষ্ট্রেশন করার জন্য ফি পে করতে হয়.... এমনি এক সময়ের মুখোমুখি হয়েছিল এন এল এ ডেভিলজ্ টিম...তাদের ওয়েবসাইট রান করানোর জন্য দরকার রেজিষ্ট্রেশন....আর রেজিষ্ট্রেশন করার জন্য দরকার টাকা.... পৃথিবীর এই মহামূল্যবান জিনিসটা তখন devilz team এর কাছে যথেষ্ট পরিমাণ ছিলনা....ব্যাপারটা এখন কিছুটা হাস্যকার মনে হলেও তখন ছিল সত্য....বাস্তব সত্য... রেজিষ্ট্রেশন করার ডেডলাইন ঘনিয়ে আসছিল কিন্তু কিচ্ছু করার ছিলনা....টাকা নেই হতে...সবাই স্টুডেন্ট.... কিন্তু স্বপ্নের মৃত্তু তো আর উপভোগ করা যায় না...কিছু একটা করার দরকার ছিল....তাই সবাই মিলে decision নিল রক্ত বিক্রি করবে......(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.