সেপ্টেম্বর ২৫, ২০০০।
বেলা ১টা ৩০।
লাঞ্চ আওয়ার। পাঠাগার।
ফোকাসবিন্দু সামনাসামনি
দু’টি টেবিলের উপর।
দু’টি মেয়ে।
একজন পাশের জনার চেয়ে
বাড়াবাড়ি উজ্জ্বলতর।
চোখে চশমা। যা কিনা
মুখের সোন্দর্যকে
গাম্ভীর্যে ভরিয়ে তুলেনি।
বরং মুখের আদলে এনেছে স্নিগ্ধভাব।
ঠোঁটের একপাশে তিল
সেখানে এনেছে ভিন্নমাত্রা।
লাইনারে অধর আঁকানোয়
যত্নশীলতার ছাপ।
সামনাসামনি
দু’টি ছেলে।
একজন বন্ধুর কথার চেয়ে
বেশি আগ্রহী উজ্জ্বলতর মেয়েটির প্রতি।
ক্যাম্পাসে জনপ্রিয় বান্ধবীর মাধ্যমে
জেনে নিল মেয়েটির নাম।
ছেলেটির নামও বর্ণময়
মেয়েটি কিন্তু জানল না তা।
মেয়েটি জানল না
সে খুন করতে যাচ্ছে সন্তর্পণে।
ছেলেটিও বুঝল না
খুন হতে যাচ্ছে সে নিঃশব্দে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।