সুন্দর সমর
আমার এক বন্ধু দীর্ঘ দিন ধরে পরবাসে জীবন কাটাচ্ছে, যৌবন হারাচ্ছে। শব্দ নিয়ে খেলা তার পছন্দের কাজ। নিজেকে সে কখনও কখনও 'কথার শিল্পী হিসেবে দাবি করে। তাকে বলতে শুনেছি, বাংলা কষ্ট শব্দ থেকে ইংরেজী cost শব্দটির জন্ম। তাই দেখি cost বাড়লে কষ্ট বাড়ে আবার কষ্ট বাড়লে cost বাড়ে।
ভাষা জ্ঞানের তার সূত্র ধরে আমি দাবি করতে চাই 'ব্লগ' শব্দটি এসেছে 'বলকানি' থেকে। 'হৃদয়ের কথা বলিতে ব্যাকুল' কিন্তু বারান্দা পাওয়া যাচ্ছে না তাদের এই হৃদয়ের 'বলকানি' প্রকাশ করার জন্যেই 'ব্লগের' জন্ম। তবে সব সময় যে সবার হৃদয়ের ভাল লাগার কথা প্রকাশ পাবে তা নয়। এখানে হৃদয়ের 'ভালগার' কথাও এসে যেতে পারে। সেক্ষেত্রে তা হবে 'নোংরা হৃদয়ের' কথা।
ব্লগে তার কম নজির নেই। গালাগালির ভাষায় অনেকেই যুক্তির সুরকে মুছে দিতে চেয়েছেন। কিন্তু পৃথিবী ' অ – সুরের' নয় 'সুরের' বা মানুষের সেটা তার বোঝেন হয়ত মানেন না। তা বলে ব্লগেও যদি তাদের ব্যান করা হয়, আমারা যে 'অ-সুর'পুরের কথা শুনতে পাব না। আমরা 'সুরের' কথা শুনব একই সাথে যদি 'অসুরের' অশ্রাব্যনাদ আসে তাও প্রকাশের অনুমতি দেব।
তবে তাদের অনুগমন করব না। আমার মনে হয় ব্লগ হবে সবার জন্য। সকল বলকানি আর বালখিল্যতা প্রকাশের জন্য । তাই সকল ব্যান আনব্যান হক। সবাই ফিরে আসুক, গলাগলি এবং গালাগালির মধ্য দিয়ে থাকি পাশাপাশি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।