আমাদের কথা খুঁজে নিন

   

চার দেয়ালের মাঝে!

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

নিঃস্তব্ধ অন্ধকার ঘরের নির্জন কোনে আমার বসবাস, সুদীর্ঘদিন। তার ছোট্ট জানালা দিয়েই তাকিয়ে দেখি, বাইরের উজ্ব্বল পৃথিবীকে। আমার ঘরে সূর্য্যি মামার আলো আসেনা, আসেওনি কখনো, কোনদিন। আর চাঁদ মামা? তাকে দেখিনি সেও বহুদিন। আমার আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকে, পৃথিবীর সব দুঃখ-কষ্ট।

নির্জন অন্ধকার ঘরে সে কষ্ট, আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। পৃথিবীর সবটুকু নির্জনতা খেলা করে, বড় একাকী আমাকে নিয়ে। অসহায় আমি নিজেই নিজের কাছে পরাজিত হই প্রতিদিন, প্রতিনিয়ত। কেবল সহস্র ফোঁটা চোখের জল, আমার সঙ্গী হয়ে থাকে, বুকের ভেতর কী ভয়ানক এক কষ্ট কেবল আমাকেই পোড়াঁয়। চার দেয়ালের মাঝে বেঁচে থাকে, আমার সব কষ্টগুলো, আর তোমার-আমার অতীত দিনের খুব বিষণ্ন কিছু স্মৃতি।

প্রতিরাতেই আমার কষ্টগুলো, নতুন করে জন্ম নেয়, আমার অন্ধকার ঘরের প্রতিটি কোনে, ...কেবল আমাকেই ভালোবাসবে বলে। শুধু একদিন তুমি ফিরে আসবে বলেই, আমার আকাশে ভোর আসেনি, শুধু তুমি আবার ভালোবাসবে বলেই, আমার অন্ধকার ঘরে আজও আলো জ্বালিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।