আমাদের কথা খুঁজে নিন

   

ওহ সিম্বিয়ান ..........

আমার নিক যদিও এক্সপেরিয়া কিন্তু আমি নকিয়ার ডাই হার্ড ফ্যান । বিশেষ করে সিম্বিয়ানের । একটা সময় ছিল যথন সবাই সিম্বিয়ানের গুনগান বলত । কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হোঁচট খায় কেবল সময়োপযোগী সিদ্ধান্ত নিতে না পারায় । ক্লাসিক অপারেটিং হিসাবে সিম্বিয়ানের তুলনা নাই ।

এন্ড্রয়েড সব মোবাইল অথবা সস্তা চাইনীজেও পাওয়া যায় । কিন্তু সিম্বিয়ান পাবেন না কোন মার্কা মারা মোবাইলে । যেমন আপনি উইন্ডোজ পাবেন না কোন সস্তা মোবাইলে । নকিয়ার ই সিরিজ ছিল আমার সবচেয়ে প্রিয় । কিন্তু গত দুই বছরেও ই সিরিজের ফোন বের হয় নাই ।

আর কোন দিন বেরও হবেনা । কিন্তু নকিয়া কেন এই অপারেটিং সিস্টেম থেকে সরে আসল । তারা কি পারত না আশা সিরিজকে সিম্বিয়ানে এনে সাধারণের নাগালে আনতে । যেখানে জাভা সার্পোট করবে । কেননা আশা কিন্তু জাভা প্লাটফর্মের ।

কি জানি বাবা তারাই হয়ত আমার থেকে ভাল জানে । কিন্তু কষ্ট হয় আর সিম্বিয়ানের কোন চমক দেয়া মোবাইল আসবে না । আপনাদের কেমন লাগবে জানিনা । কারণ এখন সিম্বিয়ানের সমালোচক বেশী । কিন্তু আমার খারাপ লাগে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।