সুন্দর সমর
কামধেণুর কথা সবাই জানেন, এ ধরণের গাভীর বাটে হাত রেখে যে বস্তুর কামনা করবেন, তা যতই দুর্লভ হক না কেন, তা পুরণ হবে তক্ষুনি মানে ও বস্তু কামনাকারির হাতে এসে যাবে, ভারতীয় মিথে এমনি দাবি করা হয়েছে। নেট জগতে এমন কামধেনু হয়ে এসেছে ফাইল শেয়ারিং সাইট। বাজারে ভাল বই দেখেছেন কিন্তু কেনার সাধ্য নেই। কি করবেন? এর একটা নিদান হয়ে এসেছে ই-বুক। এ ছাড়া ধরুণ উইন্ডোস মিডিয়া প্লেয়ার বা আ.ই.র সর্বশেষ সংস্করণ ব্যবহার করবেন, তা হবে না যদি আপনার উইন্ডোস সহি মানে আসল না হয় তা হলে ও কর্ম করা যাবে না।
তার মানে আপনি কি ও সব ব্যবহার করতে পারবেন না? না ভয় নেই www. 4shared.com www. esnips.com ঢু মারুন, সার্চ করুণ এবং সঠিক বস্তু পেয়ে যাবেন। রেপিডশেয়ার নামে আর একটা সমৃদ্ধ সাইট আছে বলে শুনেছি, তবে ওখান থেকে এখনও কাচকলা ছাড়া আর কিছু ডাউনলোড করতে পারেনি। তা যাক এ ভাবে দ্বিতীয় সাইট থেকে আমি রবিবাবুর কন্ঠস্বর পেয়েছি। তবে আমার কমপিউটার বিদ্যা অতিশয় কাঁচা, তাই সহজ ব্যবহার যোগ্য কেবল ও দুই সাইটের নাম জানি। এ জাতীয় সহজ ব্যবহার্য সাইটের আরও নাম কার জানা থাকলে সগর্বে আওয়াজ দিন, আমার আত্মজীবনেতে আপনার নাম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করা হবে।
হেলায় এমন সুবর্ণ সুযোগ হারাবেন না।
একই সাথে The First Casualty নামের বইটির বিনাপয়সার ই-সংস্করণ কোথায় পাওয়া যাবে যদি কেউ জানান তারও নাম আত্মজীবনীতে অর্ন্তভুক্ত করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।