মাত্রাতিরিক্ত রকমের জ্ঞেয়ানী জনেরা আমার ব্লগের উটকো অতিথি বলে বিবেচিত হবে।
আজকাল মনে হয় "মা" শব্দটার তেমন কোন গুরুত্ব নেই আমাদের কাছে; তাই না? এমন প্রশ্ন কেন করলাম জানেন? অনেকে হয়ত গালিগালাজ করবেন এরূপ মন্তব্য করার কারনে। আসল কথা হচ্ছে, গত দুই-তিন দিন আগে সামুতে একটা পোষ্ট দেখলাম যার হেডিং হচ্ছে "আমার মা আজ ছিনতাইকারির কবলে"। হেডিং দেখেই ভিতরটা আঁতকে উঠলো না-জানি ঐ মায়ের শারীরিক অবস্থা এখন কেমন? না জানি মানুষিক ভাবে তিনি কতটা বিপর্যস্থ হয়ে আছেন? এরপর মনে-মনে চিন্তা করলাম পোষ্টের বাকীটুকু পড়া দরকার সেই সাথে মন্তব্য গুলোও দেখা দরকার; কিন্তু পোষ্টের ভিতরে ঢুকে যখন হিট সংখ্যার পাশাপাশি শুরুর কয়েকটা মন্তব্য দেখলাম তখন মেজাজটাই খারাপ হয়ে গেল। আর এই জন্যই পোষ্টের শুরুতে বলেছিলাম, “হয়ত মা শব্দটার তেমন কোন গুরুত্ব নেই”।
যাই হোক, এই বার আসেন আসল কথায়; আসলে ছিনতাই সংক্রান্ত ঐ পোষ্টটি দেখার পর সেই পোষ্ট এর জবাবে এই পোষ্টটি আমি আপনাদের নিকট উপস্থাপন করলাম এই রকম মনে করে থাকলে আপনার ধারনা একদম ঠিক।
পোষ্ট পড়ে যখন জানতে পারলাম ছেলে কষ্ট পাবে বলে মা তার সাথে ঘটে যাওয়া ছিনতাই এর মত একটি মারাত্মক ঘটনা তার ছেলেকে জানায় নাই তখন আমি যথারীতি এই "মা" নামীয় ফেরেস্তাটির উপর যারপরনাই .............. "দয়া করে মাফ করবেন; কারন লেখক এখানে লিখার ভাষা হারিয়ে ফেলেছেন"।
এই মায়ের জায়গায় আমার আপনার মা যদি থাকতেন তবে আমি হলফ করে বলতে পারি; এই মায়ের মতই আমার-আপনার মা ও তার সাথে ঘটে যাওয়া ছিনতাই এর মত একটি মারাত্মক দুর্ঘটনা আমাদের জানাতে দিতে চাইতেন না। যদিও এই ধরনের ঘটনায় জীবন বিপন্ন হওয়ার মত আশংকা আমরা বহু বার দেখেছি। তাই আজ আমি বিনম্র ভাবে এই মাকে আমার সকল শ্রদ্ধা জ্ঞেয়াপন করছি এবং সেই সাথে তাকে সহ আপনাদের সকলের নিকট একটি বিশেষ অনুরোধ রাখছি।
আপনারা এটাকে অনুরোধ বা উপদেশ যাই মনে করেন না কেন, আমি মনে করি সামাজিক দায়িত্ববোধ থেকে হলেও আপনাদের উচিৎ আমার এই কথা গুলো স্মরণ রাখা।
আসুন তবে জেনে নেই; ছিনতাই এর শিকার হলে করনীয়/ ছিনতাই পরবর্তী করনীয়।
প্রথম কথা হচ্ছে, অবশ্যই ঘটনাস্থল সংশ্লিষ্ট থানায় জিডি করবেন। কারন জিডি করার মাধ্যমে আপনি সংশ্লিষ্ট প্রশাসনকে জানাচ্ছেন যে আপনার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে।
জিডি, ওহঃ এমনেই ছিনতাইকারীর শিকার হইসি আবার যাব পুলিশের কাছে লুট হইতে? জিডি করতে পয়সা লাগে ছিনতাইকারী তো সব নিয়া গেছে তাইলে জিডি করব কি দিয়া?
যারা মনের মধ্যে এই রকম ধারনা পোষন করে থাকেন তাদের জন্য বলছি, জিডি করতে কোন পয়সা লাগে না।
শুধু একটু কষ্ট করে আপনাকে নিকটস্থ অর্থাৎ সংশ্লিষ্ট থানায় পৌঁছাতে হবে মাত্র। এরপর আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা বর্ননা পূর্বক জিডি করবেন। কিন্তু আমরা অনেকে আছি ঝামেলার কাজ মনে করে জিডি করতে চাই না।
কিন্তু একবার ভেবে দেখুন, একই জায়গায় বারবার এরূপ ছিনতাই এর ঘটনা ঘটছে অথচ আপনার-আমার মত সকলেই যদি মনে করি (যা গেছে যাক, তা তো আর ফিরে পাব না খামোখা জিডি-ফিডি এর ঝামেলায় যাওয়ার দরকার কি?) তখন ব্যপারটা কেমন হবে? আপনার-আমার অসহযোগীতার কারনে ছিনতাই এর মত একটি মারাত্মক ঘটনার সূত্র থানা জানতে পারল না এর ফলে ঐ ছিনতাইকারী বারবার হয়ত একই জায়গায় এরূপ কর্ম সম্পাদনের দুঃসাহস করতে পারবে। কারন থানা পুলিশ জানে না, তাই এই ব্যপারে হয়ত তারা সজাগ হতে পারবে না।
তাই সেই ছিনতাইকারী বারবার সুযোগ পাবে তার অপকর্ম সাধন করার। কিন্তু যদি থানা এরূপ ঘটনার কথা জানতে পারে তবে সংশ্লিষ্ট অপারেশন অফিসার সাথে সাথে থানার সকল অফিসার ফোর্সকে যেমন অবহিত করবেন এবং সাবধান হতে বলবেন। সেই সাথে ঐ অজ্ঞাত ছিনতাইকারীর খোঁজও শুরু করবেন। ফলে সেই ছিনতাইকারীর জন্য তখন অপকর্ম করাটা দুরূহ হয়ে পরবে। আপনার করা জিডি এর ফলে শুধু যে থানার অফিসার ফোর্সরা সাবধান হবে তা কিন্তু নয়; এর ফলে প্রশাসনকেও জানানো হবে যে "আপনার থানা এলাকার আইন শৃঙ্খলার কি দুরবস্থা"।
অতএব, যদি আপনাদের কারো সাথে ছিনতাই, দস্যুতা, চুরি ইত্যাদি ঘটনা ঘটে তবে দেরি না করে পারলে সাথে-সাথে "ঘটনাস্থল সংশ্লিষ্ট" মানে যে স্থানে ঘটনা ঘটেছে সেই এলাকা সংশ্লিষ্ট থানায় গিয়ে নিজে বাদী হয়ে একটি জিডি এন্ট্রি করান। হয়ত আপনি মনে করতে পারেন এতে করে আপনার ছিনতাই হওয়া জিনিশ আপনি ফেরত পাবেন না কিন্তু আরো অনেককে এমন বিপদের হাত থেকে বাঁচাতে তো পারেন। সেই সাথে সামাজিক দায়িত্ব-টাও তো পালন করা হল। আর যদি পারেন তবে আপনি নিজে গিয়ে ঘটনাস্থলের আশে-পাশের লোকজন কে সাধারন ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেন, "তবে জিজ্ঞাসাবাদের পূর্ব অভিজ্ঞতা না থাকলে জিডি করা পর্যন্ত থাকাটাই উত্তম"।
ওহঃ একটি গুরুত্বপূর্ন কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম।
যদি কোন কারনে পুলিশ ছিনতাই সংক্রান্তে জিডি গ্রহন করতে না চায় এবং বলে যে খোয়া গেছে মর্মে জিডি লিখে নিয়ে আসুন বা লিখুন তবে কোন ক্রমেই তা করতে যাবেন না যেন। পুলিশ এই ধরনের উপদেশ দেয় তাদের দায় এড়ানোর জন্য, যাতে করে প্রশাসনের বড় কর্তাদের কাছে ছিনতাই সংক্রান্তে জবাবদিহি না করতে হয়। এখন আপনি যদি লিখেন যে আপনার জিনিশ হারিয়ে গেছে তবে তার দায় তো আপনার-ই তাই না; এখানে পুলিশের তো আর কোন দোষ নাই। তবে খোঁজা-খুঁজির চেষ্টা চালানো হচ্ছে পাওয়া গেলে বাদীকে জানানো হবে এরূপ রিপোর্ট দিতে সুবিধা হয় বিধায় পুলিশের পক্ষ থেকে এই নিবেদন জানানো হয়ে থাকে।
সুতরাং যা ঘটেছে তাই লিখুন, যদি পারেন তবে আপনার স্মৃতি শক্তির সহায়তা নিয়ে ছিনতাইকারীর দৈহিক বর্ননা জিডিতে উল্লেখ করার চেষ্টা করুন।
আপনার আশে-পাশের সকলকে সচেতন করে তুলুন।
আপনাদের সকলকে ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।