আরো কিছু ক্ষন থাকো বলে মন, একটুখানি বসো।
আবার কিন্তু এসো।
হয়তো আজই তোমাকে দেখাবো
ছোট্ট ঘাস ফড়িং।
হয়তো আজই তোমাকে শোনাবো
কিছু কথা রঙিন।
নাহ,
যাচ্ছে বয়ে বেলা।
হয়নি আমার বলা।
হয়তো তোমার পরশ পেয়ে
নতুন কোন আবেশ নিয়ে,
থাকা বুকের ভেতর আমার
দুঃখগুলো প্রবীন
হয়ে উঠবে নবীন।
নাহ,
যাচ্ছে বয়ে বেলা।
হয়নি আমার বলা।
কিন্তু যে আজ বলতেই হবে
বুকের ভেতর লুকিয়ে আছে
ভালবাসার শর বীদ্ধ
একটি হরিণ কালো,
জানো কি মোর ভাগ্যকাশের
নক্ষত্রের আলো।
নাহ,
যাচ্ছে বয়ে বেলা।
হয়নি আমার বলা।
সময় গেল বয়ে
কথা গেল রয়ে।
তাইতো আজো মনে মনে বলি
আবার কিন্তু এসো।
আর কিছুক্ষন থাকে বলে মন
একটুখানি বসো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।