আমাদের কথা খুঁজে নিন

   

হে আমার প্রথম প্রেম (তুমি আজ কত দূরে....)

.......জিরো গ্র্যাভিটি.......

আমার প্রথম প্রেম। সে বড় সুইট কাহিনী। আহা.... আমার শিশুকালীন প্রেমিকের নাম ছিল আলী। ফুল নেইম বলতে পারব না। কারণ জানি না।

ছবিটা তো আশা করি দেখতে পাচ্ছেন। ওই পিচ্চি ছেলেটা আমার প্রাণেশ্বর (ছিল)!!! আহা...(দীর্ঘশ্বাস) কাহিনীটা বলি। আমার বয়স তখন তিন বা তার কিছু কম। আমরা তখন থাকি ইরানে। আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন রাওফী আংকেল।

চমৎকার মানুষ ছিলেন উনি। উনার ছেলে আলী। আমার চেয়ে এক বছরের ছোট ছিল। আংকেলের কোন কারণে ধারণা হয়েছিল যে বাংলাদেশী মেয়ে মাত্রই খুব ভালো। মানে আমার আম্মুর মত- স্মার্ট, সুকন্ঠী, ভালো ব্যবহার... ইত্যাদি ইত্যাদি।

কেন যেন ছোটবেলায় সবাই আমাকে বলত আমি নাকি আমার মায়ের মত হয়েছি (আমি অবশ্য তা মনে করি না)। তো আংকেল বলতেন আমি হলাম আমার মায়ের ছোট সংস্করণ। উনার ভাষায়,'নাজমে কুচুলু (অর্থাৎ ছোট নাজমা। আমার মায়ের নাম নাজমা। )' উনি প্রায়ই বলতেন আমার সাথে উনি উনার ছেলে আলীর বিয়ে দেবেন!!! (ইস এখন যে কেন বলে না!!!) উনার পুরো পরিবারসহ উনি প্রায়ই আমাদের বাসায় আসতেন।

পুরো দিন ঘোরাঘুরি.... হেভি মজা! আমরা সবাই খেলাধুলা করতাম। আমার অবশ্য আলীর সাথে ততটা খেলা জমত না, বেশী চুপচাপ ছিল তো!! (এখন শিওর জমবে কিন্তু....) একদিন আমাদের পিকনিকের পর আমরা সবাই ছবি তুললাম। তার মধ্যে একটা হল এই বিখ্যাত ছবিটা। আমি আর আলী। আংকেল ছিলেন প্রফেশনাল ফটোগ্রাফার।

উনি আমাদের দু'জনকে দাঁড় করিয়ে বললেন,'বুস কোন' অর্থাৎ চুমু খাও.........আর তখনই ক্লিক! আংকেলদের কাছে আছে এই ছবিটারই এক কপি। আর আমাদের কাছে একটা। উনি বলতেন যখন আমি বড় হব তখন এই ছবি দেখিয়ে তিনি আমাকে বাংলাদেশ থেকে নিতে আসবেন। .................. আহা রে........... ছোটবেলায় আমি যে কত আলীর জন্য খেপানী পচানী খেয়েছি................... তখন আমার আলীর উপর খুব রাগ হত। এখন ভাবি তাও ভালো।

তবু তো একটা বয়ফ্রেন্ড ছিল! আর এখন? কেউ নাই কেউ নাই..... আমি বলি,'হে আমার প্রথম বয়ফ্রেন্ড তুমি কি মনের মাঝে তুমি সিনেমা দেখনি? না দেখে থাকলে দেখে নিও। ছোটবেলার প্রেম কোন ফেলনা প্রেম না হে..... বিশেষ করে যদি তাতে আমার একটি সুন্দর ইরানী ছেলে কপালে জোটার সম্ভাবনা থাকে!' আমার ফ্রেন্ডরা বাণিজ্য মেলায় ইরানী স্টলের সুন্দর ছেলে দেখে তাকিয়ে থাকে। দেখে আমি মাঝে মাঝে ভাবি,'যদিও আমি বর্তমানে অতি কুদর্শন হইয়া উঠিয়াছি,তবু তো আমার এইরূপ একটি ইরানী বয়ফ্রেন্ড থাকিতে পারিত!!!' আহা ইরানী ছেলে রে..... কত সুন্দর...... হাতের মুঠোয় এসে ফসকে গেলে কেমন লাগে???? সব দোষ আমার বাপের। রাওফী আংকেল তবু আব্বুকে ১০ বছর পর একখান চিঠি লিখেছে। এমনকি চিঠিতে আমার কথাও লিখেছে (বাক বাকুম) আর আব্বু কোন যোগাযোগই রাখল না!! ছিঃ ছিঃ আমার কপাল!!!! ছিঃ ছিঃ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।