হঠাৎ শুন্যতা ...................
আর পারিনা আর পারিনা
আমার ভিষণ ক্লান্ত লাগে
আর জমেনা আর জমেনা
রঙিন সপ্ন মনের তলে...
যা আছে আর যা কিছু নেই
যাচ্ছে ধুয়ে বৃষ্টি ধারায়
আর পারিনা আর পারিনা
আমার ক্লান্তি আমায় কাঁদায়...
অর্থহীনের সুমন আমার মত চাকরী করতো মনে হয়। সকাল ১০ টায় বনানী থেকে নবাবপুর যেতে ৩ ঘ ন্টা আসতে ২.৫ ঘন্টা। ক্লায়েন্টের সাথে মিটিং ৩০ মিনিট। রোযার নামে উপোস।
মহান চাকরী... তুমি বেঁচে বর্তে থাক বাবা।
মাস শেষে তোমার দৌলতে যা পাচ্চি তাতেই লেংচে লেংচে টোনা-টুনীর সংসার চলে যাবে। এম্নিতেই বঙ্গ সন্তান নাকি পৃথিবীর সচেয়ে সুখি মানব-মানবী। কারন আমাদের নাকি খুব বেশি চাওয়া নেই... তা আমাদের মুনিব এই আবিষ্কার লুফে নিলেন। ভর পেট নাও খাই...রাজকর দেয়া চাই। তাই রাউন্ড দি ঢাকা ইন সিক্স আওয়ার্স।
মনে হচ্ছে... দড়ি ধরে মারি টান রাজা হোক খান খান। কিন্তু তা চিন্তা পর্যন্তই। কারন ঘরে টুনি অপেক্ষায়...টুনটুনিদের পৃথিবীতে আনতে হবে। তাই থোড় বড়ি খাড়া -খাড়া বড়ি থোড়...
যা আছে আর যা কিছু নেই
যাচ্ছে ধুয়ে বৃষ্টি ধারায়
আর পারিনা আর পারিনা
আমার ক্লান্তি আমায় কাঁদায়...
সুতরাং, মহান চাকরী... তুমি বেঁচে বর্তে থাক...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।