আমাদের কথা খুঁজে নিন

   

এক দুঃসাহসী ডাক!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

এ্যাই, নিশিকন্যা, যাবে নাকি আজ অন্য অভিসারে? চিরচেনা সেই লোভাতুর চোখ মাপবে না তোমাকে আজ রাতে, পাবে না দম আটকে আসা মদের কটু গন্ধ কিংবা সিগারেট-ধরা কালচে ঠোঁটের ফাঁকে ঝিলিক দেয়া হায়নার দাঁত আর জিভের লকলকে স্পর্শ; কড়কড়ে নোটের প্রলোভন থাকবে না তোমার সামনে- শুনবে না খিস্তি-খেউড় বা অশ্রাব্য নামকরণে তোমার এবং তোমার জন্মদাত্রীর অবমাননা! আজ কারো সম্মুখে সাজাতে হবে না তোমার রূপের পসরা- দরকার নেই রঙিন ঠোঁট-কাঠির সাজ, সস্তা দামের কোন উগ্র সুগন্ধি আর চেহারার মিথ্যা চাকচিক্য। কেঁপো না... মেয়ে, বস্ত্র-হরণ হবে না মোটেও- কেউ ছোঁবে না যত্র-তত্র.. শরীরের অলি-গলি, সইতে হবে না একপাক্ষিক কামুক দৈহিক কসরত- ছড়াবে কোন বীর্য-বিষ শরীর থেকে শরীরে, রাত শেষে ভয় নেই কড়ায়-গন্ডায় পাওনা বুঝে নিতে লোমশ হাতের বেহিসেবী আচঁড় সমস্ত দেহ জুড়ে; বুভুক্ষের মতো কেউ নিংড়ে নেবে না আজ তোমার যৌবন-সুধা! এ্যাই, রাতের নারী, যাবে নাকি আজ অন্য অভিসারে? দেখাবে শুধু হৃদয়ের জৌলুস, হাতে হাত রেখে একান্তে শোনাবে- শত বছরের জমানো কথা; সুখ-দুঃখ-হাসির অব্যক্ত দিনলিপি? মায়াবী মুখখানির সমস্ত স্নিগ্ধতায় শুদ্ধ হবে নষ্ট পৌরুষ-চেতনা; দু'চোখে চোখ রেখে জেনে নেবে- তুমি পণ্য নও, ভোগ্য নও, নও রমনযোগ্য মাংস-পিন্ড কন্যা-জায়া-জননী-ভগ্নীর আচ্ছাদনে তুমি-ই অর্ধাঙ্গী... চির-মমতাময়ী।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।