কথিত 'আহলে হাদীস' ভাইয়েরা এক সাথে বা এক বাক্যে বা এক মজলিশে 'তিন তালাক' দিলে 'তিন তালাক' হবে না বলে থাকে ।
তাদের দাবী এক্ষেত্রে এক তালাক হবে !
'আহলে হাদীস' ভাইয়েরা, আপনারা যেহেতু হাদীস মানেন বলে দাবী করেন, দয়া করে একটি হাদীস দেখাবেন কি, 'তিন' তালাক দিলে 'তিন তালাক' হবে না, 'এক' তালাক হবে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।