নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
গল্পের বই বা উপন্যাস পড়ার নেশা সেই ক্লাস ওয়ান থেকে। ক্লাস ওয়ানে থেকে ক্লাস টু এর ডালিম কুমারের গল্পটি যে কতবার পড়েছি মনে নেই। যখনই পড়তাম তখনই মজা লাগতো। যতই দিন গেছে ততোই নেশা বেড়েছে। যা পাই তাই গিলি।
বঙ্কীম, শরত, রবী, নজরুল, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আল-মাহমুদ, কাজী, সহ দেশী বিদেশী অনেক লেখকের বই পড়ার সুযোগ হয়েছে। পেটের ধান্দায় মনের খোরাক হয়তো কম জোগাড় হয় কিন্তু থেমে নেই। সুযোগ পেলেই পড়ি। টেকনোলজীর অবদানে হয়তো অনেক লেখা এখন ইন্টারনেটেই পড়া হয় কিন্তু বই পড়তে এখনও স্বাচ্ছন্দবোধ করি। বিছানায় শুয়ে গল্পের মাঝে হারিয়ে যেতে যে মজা তা ইন্টারনেটে পাই না।
অনেকেই আছেন যারা অনেক সুন্দর সুন্দর বই পড়েছেন। বিশেষ করে গল্প/উন্যাস। আমাকে সুন্দর বই এর নাম দিলে খুশি হবো। বইগুলো সুযোগ মতো পড়ে নিবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।