আমাদের কথা খুঁজে নিন

   

আমার লাশ পরে থাকবে কবরে.. নগ্ন হয়ে!

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

২সেপটেম্বর বাড়ি গিয়েছিলাম। ২ দিনের ছুটি। বিভিন্ন কাজে কর্মে দেখতে দেখতে কেটে গেল। বাড়ি যাবার সাথে সাথে ছোট বোন ২টার উচ্ছাস, আম্মুর আবেগ মাখানো আদর, আব্বুর উপদেশ .... সব যেন মধুময় হয়ে আছে। একথা ওকথা বলতে বলতে আম্মু বলল ২ দিন আগে পাশের বাসায় চুরি হয়েছে।

ঘুমে ছিলেন ভদ্রমহিলা, রাতে জানালার গ্লাস কেটে তার গলার চেইন, মোবাইল নিয়ে গিয়েছে। টের পেয়েছেন সকালে.... তখন ত একেবারে হতভম্ব! বললাম এগুলো এলাকারই কিছু চোরের কাজকারবার, বাহিরের লোকের এত সাহস নেই পাড়ায় ঢুকে চুরি করবে। ওদিকে বাড়ির সিটি কর্পোরেশন টেক্স নিয়ে আছে ঝামেলা, বাড়তি ট্যাক্স বসিয়ে রেখেছে কর্মচারীরা, অফিসে যেয়ে তাদের সাথে কথা বলে ঠিক করতে হবে। পরদিন সকালে বের হলাম, উদ্দেশ্য সাগরিকা রাজস্ব সার্কেল। পথে দেখা হল পাড়াত এক নানার সাথে।

বিভিন্ন কথা শেষে বলল, "তোঁরার ভাড়া ঘরত চুওরি হইয়েদে ইভা শুনিলাম। ইভা ত ফানলার মাইট্টাইল্লা পাড়ার কালা মাসুইদ্দার কাম। কমিশনার বাড়িত চুরি খরিয়েনে দরা খাইয়ে। এন ফিটা দিইয়ে... শিক্ষা ন হওর। " (বঙ্গানুবাদ: তোমাদের ভাড়া ঘরে চুরি হয়েছে শুনলাম।

এটা ত মনে হয় মাইট্টাইল্লা পারার কালা মাসুদের কাজ। কমিশনার বাড়িতে চুরি করে ধরা খেয়েছিল, এমন পিটা খাইছে... তারপরও শিক্ষা হয় নায়!) মাইট্টাইল্লা পারার নাম শুনেই বুঝে গেলাম ধরার আর উপায় নেই। ঐ পারার প্রায় ছেলেই ডাইলখোর (ফেন্সি খায়) ও ব্যবসায়ি। এমন কোন কাজ নেই যে তারা করে না। রিক্সা নিয়ে চললাম ট্যাক্স অফিসে।

দেখা করলাম নির্দিষ্ট লোকের সাথে। বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করল আমাকে যে তাদের হিসাব ঠিক। পরে চলে আসার সময় আস্তে করে বলল তাকে যদি কিছু দিই তাহলে সব ঠিক হয়ে যাবে। আসল ঘটনা এখানেই! খাওয়ার ধান্ধা! .... .... রিক্সা করে ফেরার সময় চিন্তা করছি, যখন ঘুমিয়ে থাকি তখন অগোচরে কিছু লোক আমাদের অনেক কিছু চুরি করে নিয়ে যায়... টের পাইনা। জেগে থাকা অবস্থায় চোখের সামনে দিয়ে কেউ কেউ নিয়ে যায়... কিছু বলতে পারি না।

যখন মারা যাবো, দেখা যাবে তখন কবর খুঁড়ে কেউ কেউ আমাদের কাফনের কাপড় নিয়ে যাবে... আমার লাশ পরে থাকবে কবরে.. নগ্ন হয়ে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।