আজ অনেকদিন পর আমার দেশের বাড়ির কথা মনে পড়ছে জানেন। আমাদের বাড়ির ঠিক সামনে দরজার পাশে একটা শিউলি গাছ।আমি তখন খুব ছোট ছিলাম। শীতের দিনে সেই শিউলি গাছের নিচে পড়ে থাকতো অজস্র শিউলি ফুল। আমি খুব ভোরে উঠেই সেই ফুল গুলো কুরিয়ে নিতাম মালা গাথবো বলে। আমার যদি কেও জিজ্ঞেস করে, আচ্ছা বলতো পৃথিবীর শুধ্বতম জিনিস কোনটি? আমি বলবো এই শিউলি ফুল।
কতই না বেদনা দিয়েছি পাড়ি,
দিয়েছি আশার জলান্জলি।
তবু, প্রানে মোর শান্তির বানি
যখন তোমারেই জানিয়াছি আমি।
তুমি-ই যে ভালবাসার সণ্চার ওগো
তুমি-ই যে এই ক্ষুদ্র মনের শুভ্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।