ভালো কিছু করতে চাই
বিয়ে করতে রাজি না হওয়ায় কারণে ইডেন কলেজের ওই ছাত্রীর ওপর অ্যাসিড ছুড়েছেন মনির উদ্দিন (২৭)। তাঁর স্বীকারোক্তির বরাত দিয়ে আজ শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম। সকাল ১০টায় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের তথ্য কেন্দ্রে এই ব্রিফিং দেওয়া হয়।
মনিরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করে মনির উদ্দিন বলেন, দুই-তিন বছর আগে মনিরের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়েছিল। ছয়-সাত মাস আগে তাঁদের ছাড়াছড়ি হয়ে যায়।
ঘটনার দিন জরুরি কথা আছে বলে মনির ছাত্রীকে রাজধানীর চাঁনখার পুল কাজী অফিসে নিয়ে জোর করে বিয়ে করতে চান। ছাত্রীটি এতে রাজি না হওয়ায় মনির তাঁকে ছুরিকাঘাত করেন ও গায়ে অ্যাডিস ছুড়ে পালিয়ে যান।
উপকমিশনার জানান, খাগড়াছড়ির কুরকুটিছড়ি গ্রামের আমলকী বিক্রেতা রংগু চৌধুরীর বাড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে তিনি মিয়ানমার পালানোর চেষ্টা করে। রংগুর স্ত্রীর সহযোগিতায় গতকাল সকালে ডিবির একটি দল মনিরকে গ্রেপ্তার করে।
এর আগে দুদিন অতিরিক্তরিক্ত উপ কমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমানের নেতৃত্বে ডিবির দুটি দল রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এলাকায় মনিরকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের মৃত আবু তাহেরের ছেলে মনিরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড নেয়ার আবেদন করা হবে। এ জন্য তাকে আজ আদালতে পাঠানো হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।