যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট । এখনও আসল বিশ্বকাপের কম্পন কিংবা উত্তাপ ছড়াতে না পারলে আমার বাংলাদেশ কিন্তু প্রথম দিনেই বাঙালিদের ঘামিয়ে দিল । না টেনশনে নয় জয়ী হয়ে সে গল্প সবারই দেখা (যারা দেখেনি তারা হতভাগা আমার চোখে ) ।
শুরু থেকেই বাংলাদেশ দলকে বেশ কনফিডেন্ট দেখাচ্ছিল । তার প্রমানও তারা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে বধ করে । বাংলাদেশের এমন দৃষ্টি নন্দন জয় দেখে আমি কিন্তু শংকিত হয়ে পড়েছি । শংকিত হয়ে পড়ছি এইনা কেউ বলে ফেলে এই জয়ের দাবীদার হাটু বাহিনী । তাদের কমান্ডো ট্রেনিং না হলে ........ ইশ্বর রক্ষা করো ।
এমন হলে কিন্তু আমাদের সামনে মহা বিপদ । দেখব মান্নান ভুইয়া সহ সংস্কারবাদীদেরও কমান্ড ট্রেনিং নিয়ে যাওয়া হবে তাদের কনফিডেন্ট বাড়ানোর জন্য । আর শিবির জামাতীরা তো নিজেরাই কমান্ডো ট্রেনিং দেয় তাদের কর্মীদের । তাই কি তারা এতো অন্ধ, ভন্ড ??
তারপরও সকল ভয়কে ফেলে অভিন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে । চারদিকে এমন অস্থিরতা, অনিশ্চয়তা আর দুর্যোগের মাঝে চির দুঃখী বাঙালিকে কয়েক ঘন্টার জন্য হলে সুখি করার জন্য , তাদের মুখে হাসি ফোটাবার জন্য ।
মাঠে দর্শক খুব বেশী না থাকলেও সেই বিদেশ বিভুইয়ে কিন্তু বাঙালি দর্শক কম ছিল না । তাদের উচ্ছ্বাস কিন্তু ১১ জনের দলকে উৎসাহিত করেছে । সাথে নানারকম প্লাকার্ড । তেমনি একটি প্লাকার্ড এ লেখা ছিল আই লাভ ইতু-মিতু । ইতু মিতুকে ভালোবাসা জানানো সেই প্লাকার্ড সফল হয়েছে কিনা , ইতু মিতু লেখাটা দেখেছে কিনা জানি না তবে সফল কিন্তু বাংলাদেশ ।
জয়তু বাংলাদেশ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।