আমাদের কথা খুঁজে নিন

   

আরে বাহ! সেই সাথে অসুন্দর একটা লেখাও তৈরি হলো দেখি

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy বিদ্যুৎ নেই। বাহিরে আকাশটা মেঘাচ্ছন্ন। থেকে থেকেই প্রকৃতির নিয়ম নিয়ে বিজলি চামকাচ্ছে। একটু বেলকুনিতে এসে বসলাম। অসাধারণ ফুরফুরে মিষ্টি বাতাস বইছে এখানে।

মন-প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো। আহা! এই সৃষ্টি তো মহান প্রভুরই সৃষ্টি। শুধু 'এই' কেন এ সব কিছুই তো তিনি তার প্রিয় বান্দাদের জন্য তিনি সৃষ্টি করেছেন। সাজিয়েছেন নিজ হাতে। একটু গভীরভাবে চিন্তা করলে এ জীবনকে বড়ই বৃথা মনে হয়।

কি করলাম আমি এ জীবনে কিংবা কি করছি। ক্ষুদ্র এ হায়াত। বলতে গেলে অতি ছোট। কিন্তু এরই মাঝে কত আশা(!) কত আকাঙ্খা(!) কত স্বপ্ন(!) মানুষ তার হৃদয়ের গহীনে লালন করে। পাহাড় পরিমাণ স্বপ্ন নিয়ে বাচতে চায়।

আকাশ পরিমাণ ইচ্ছা নিয়ে চলতে চায়। কিন্তু লাভটা কি বন্ধু! ঐ প্রেমাষ্পদের জন্য যদি আমার এ দেহকে, এ প্রাণকে উজাড় করে দিতে না পারি। তার দেওয়া মালকে তারই রাস্তায় কুরবানী করতে না পারি। তাহলে থাক না ওসব! সেই প্রভু তো তোমাকে ওয়াদা দিয়েই দিয়েছেন। হাতে ধরে দিয়েছেন জান্নাতের টিকেট! তাহলে কেন এত সংশয়? কিসের এত ভয়? এগিয়ে চলো সামনে ইনশাল্লাহ সেই দিন অতিশীঘ্রই তোমাকে হাতছানি দিয়ে ডাকছে।

বিদ্যুতটা আসল অবশেষে। আরে বাহ! সেই সাথে অসুন্দর একটা লেখাও তৈরি হলো দেখি। আলহামদুলিল্লাহ। সব প্রশংসাই তো সেই মহান সত্ত্বার জন্য। যার জন্য এ সব কিছু।

আবারো বলি আলহামদুলিল্লাহ.... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।