অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ও অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের ডিভাইসে ক্যামেরাটি যুক্ত করে ছবি তোলা যাবে। এছাড়া এ ডিভাইসগুলোর সঙ্গে লেন্স না লাগিয়েও ছবি তোলা যাবে এবং সেই ছবি ব্লুটুথের মাধ্যমে স্মার্ট ফোনে পাঠানো যাবে।
ক্যামেরাটির দুটি ভার্সন প্রদর্শন করেছে সনি। ১৮.২ মেগাপিক্সেল সেন্সরের ‘হাই-জুম’ মডেলের ক্যামেরায় ১০এক্স অপটিক্যাল জুম ব্যবহার করা হয়েছে। এছাড়া ‘কোয়ালিটি’ ভার্সনে থাকছে ২৮ মিলিমিটার লেন্স, ২০.২ মেগাপিক্সেল রেজুলিউশন এবং ৩.৬এক্স অপটিক্যাল জুম।
অন্য কোনো ক্যামেরা কিংবা স্মার্টফোনে ক্যামেরাটি ব্যবহার করা যাবে। এতে একটি শাটার বাটন এবং জুম রকার রয়েছে।
এ বছরের শেষ নাগাদ কালো, সাদা এবং সোনালি রংয়ের সমন্বয়ে লেন্স টাইপ ক্যামেরাগুলো বাজারে আনবে সনি। উচ্চ জুম মডেলের (ডিএসসি-কিউএক্স১০০) দাম নির্ধারণ করা হয়েছে ২৪৯ ডলার এবং কোয়ালিটি মডেলের (ডিএসসি-কিউএক্স১০) দাম হবে ৪৯৯ ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।