যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
" নেতৃত্ব ঠিক হলেই বি এন পি অফিস খুলে দেওয়া হবে " বলেছেন মইনুল । কিন্তু নেতৃত্ব ঠিক করবে কে ?? সে বিষয়ে তিনি কিছু বলেননি । তবে নেতৃত্ব তো ঠিক করতে হবে ।
মইনুল আইন উপদেষ্টা এবং বর্তমানে তিনিই আইনের রক্ষক । আর তাই সরকারের জোড় করে কিছু চাপিয়ে দেয়া আইন সম্মত হবে না ।
যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা হই , তবে খালেদা জিয়ার বিরুদ্ধে যতো দুর্নীতি স্বজনপ্রীতি এবং লুটপাটের অভিযোগই আসুক না কেন তিনি কিন্তু তার কাছে প্রদত্ত ক্ষমতার উপরই মান্নান ভুইয়াকে বহিষ্কার করেছেন । এবং সেক্ষেত্রে সেই অধিকার তিনি রেখেছেন । যদি বিএনপি সরকারের বিগত শাসন অবস্থায় তাদের দুর্নীতি এবং লুটপাটের অভিযোগ করা হয় তবে তার দায়ভার কিন্তু খালেদার মতোন মান্নান ভুইয়ার বিরুদ্ধেও উঠবে ।
দলের মহাসচিব হয়ে যদি তিনি নিজেও ব্যক্তিগত ভাবে দুর্নীতিমুক্ত হন তারপরও তার বিরুদ্ধে একই পরিমাণ দোষ বর্তায় । পরিবর্তিত পরিস্থিতিতে এসে তিনি যে সংস্কারের কথা বলছেন তা বলার কোন অধিকার তার নেই ।
কেননা তিনি বিগত গুরুত্বপূর্ণ নেতা এবং তার উপর ন্যস্ত দায়িত্বভার পালন করা অবস্থায় কোনভাবেই তিনি দলের সমালোচনা করার অধিকার রাখেন না । সংসদীয় গনতন্ত্রে সে কারণেই তিনি বহিষ্কৃত হবার জন্যে যথেষ্ট । তার সংস্কারের মানে কি মীর জাফরের মতোন নয় ??? রাজ প্রাসাদ ষড়যন্ত্র বলা যায় ।
কখন তার সংস্কার জন সমর্থন যোগ্য ছিল ??
অবশ্যই তিনি যদি তার ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব থেকে সরে গিয়ে তার সংস্কার প্রস্তাব দিতেন তবেই কেবল মাত্র মনে হতো একটি সৎ প্রয়াস । বরং বিগত শাসন আমলে রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত হয়ে বদরুদ্দৌজাযেখন দল থেকে বহিষ্কৃত হলেন তখন কিন্তু এই মন্নান ই তাকে বহিষ্কার করেছেন । যে কারণে, দলের যে সংবিধানে তিনি বহিষ্কার করেছিলেন সেই একই সংবিধানে তিনি কেন বহিষ্কৃত হবেন না । দলের অনেক সদস্য যেমন বিভিন্ন দুর্নীতিতে আইনের মখোমুখি তখন ঠিক তেমনি নানা অভিযোগ অভিযুক্ত হয়েও তিনি কি করে সব কিছুর বাইরে থাকেন এবং নির্লজ্জ ভাবে সংস্কার কথা বলেন । তবে কি তিনি দুর্নীতি করেন নি ?? তিনি ফেরেস্থা ??
হতে পারে ।
কিন্তু তিনি কি তার আয়ের উৎস দেখিয়েছেন ?? তবে তার আয়ের উৎস কি ??
তাই একজন দুর্নীতির প্রশয় দেয়া আর দুর্নীতি করা সমান । একজন দুর্নীতির পৃষ্ঠপোষক কোনভাবেই সংস্কার করতে পারে না । নাকি তিনি তারেকের অর্থের ভাগ চান ?? তবে কি ক্ষমতার অর্ন্তদন্দ্ব ?
তাই বর্তমান সরকার ও গুটি কয়েক সুবিধাবাদী নেতার এমন সংস্কার সংস্কার খেলা আমরা দেখতে চাইনা ।
আমরা চাই সুষ্ঠু এবং সঠিক সংস্কার, যা দেশ এবং গনতন্ত্রের পথ প্রশস্ত করবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।