আমাদের কথা খুঁজে নিন

   

৬০ ভাগ গাড়িতে থাকবে ইন্টারনেট

ভবিষ্যতে গাড়িগুলো যাতে সাইবার আক্রমণের শিকার না হয়, এখন তা নিয়ে চলছে গবেষণা। গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ এড়াতে সেন্সর ও কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকবে। এতে একটি গাড়ি অন্যটির সঙ্গে যোগাযোগ করতে পারবে।
গাড়িতে উন্নত প্রযুক্তি সংযোজনের সঙ্গে এর নিরাপত্তা নিয়ে গবেষণা শুরু করেছেন নিউ ইয়র্কের গাড়ি নির্মাতা প্রকৌশলীরা। হ্যাকার যাতে গাড়ির গতিপথ পরিবর্তন করে কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য গাড়ি নির্মাতা ফোর্ড, বিএমডব্লিও এবং ভলভো বিশেষ প্রযুক্তি ও অ্যাপ্লিকেশন নিয়ে গবেষণা করছে।
ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের গবেষকরা জানিয়েছেন, ২০৪০ সাল নাগাদ তিন চতুর্থাংশ যানবাহন হবে চালকহীন।
সাইবার অপরাধ থেকে ভবিষ্যতের যানবাহনকে রক্ষা করতে গাড়িতে ইন্টারনেট সিকিউরিটির চালুর কথা জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।