আমাদের কথা খুঁজে নিন

   

যে কথা ইতিহাসে নেই ১ম পর্ব

০১. আমাদের (বাঙালীদের) সমস্যাটা মগজে নয়, মননে। ০২. গলে যাচ্ছে সময়, পুড়ছে নক্ষত্রের রাত তৃতীয় প্রজন্মের প্রসেসরে। ০৩. নির্বাক সময়ে স্বস্তির হাওয়া বয়ে গেলে বিশ্বাস হয়ে উঠে আদর্শ সরল দোলক। ০৪. বিতর্ক ও রাজনীতিকে যে সকল সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা এড়িয়ে চলেন তারা মনুষ্যরুপী গিরগিটি ও ভদ্রবেশী ভণ্ড। ০৫. চারদিকে অকাল মৃত্যুর হাতছানিতে স্বপ্নঝরা শীতে বেদনাময় প্রহর হয়ে উঠে আধুনিক জীবনের ফেসবুকীয় দীর্ঘশ্বাস।

০৬. জনপ্রিয়তা পূর্ণতার ভগ্নাংশ ও আপেক্ষিক তুলনা মাত্র আর সফলতা (গতানুগতিক মানদণ্ডের আলোকে নয়) পূর্ণতার অপরিহার্য বস্ত্র। ০৭. যে জাতির শিক্ষা ব্যবস্থা মানুষের মানসিক বিকাশকে বিকলাঙ্গ করে সে জাতি চিরদিনই পরের সাহায্যের আশায় পথ চেয়ে বসে থাকে। ০৮. চার দশকের বিভৎস স্বপ্নগুলো দেখে হোঁচট খায় জন্মের মানচিত্র। ০৯. ফ্রেমের মুগ্ধতা ছাপিয়ে ইতিহাস ধ্রুবক হলে সাফল্যের পারদ ছুঁয়ে যাবে নাতিশীতোষ্ণ স্বত্তা। ১০. যে সকল বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ঝোপ বুঝে কোপ মারে ও দেশের দুর্দিনে চুপ থেকে বিশেষ বিশেষ সময়ে লেখায়, কথায় তোমাদের বিমোহিত করে তাদেরকে বিশ্বাস করো না।

তারা আসলে স্বার্থান্বেষী, দেশপ্রেমিক নন। ১১. ভালবাসার নাগরদোলায় চড়ে মোহের বেড়াজালে বন্দী নগর সংস্কৃতি। ১২. অতিথি শিশিরের ভালবাসা শুকিয়ে গেলে হাতছানি দেয় বেদনাবিধূর সারাদিনের তপ্তময় রৌদ্র-ছোঁয়া। ১৩. অভিমানের মোড়কে তোমার আঁখিযুগল সত্য গোপনে মগ্ন। ১৪. চেতনার সমীকরণে আপোষের বিষবাষ্প উড়িয়ে ম্যারাথন উল্লসিত সময়ের গিরগিটি।

১৫. মানুষের জ্ঞানের গভীরতা ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতিসমূহের দ্বারা যেকোন পরিস্থিতি বুঝতে পারার ক্ষমতার উপর নির্ভর করে, অনেক কিছু শেখার সামর্থ্যের উপর নয়। ১৬. কেবলমাত্র সাধনা করলেই কেউ সাধক হয়ে যান না। মনে রাখতে হবে সাধনা করা যতটা কঠিন সাধক হওয়া তার চেয়ে অনেকগুণ কঠিন। ১৭. আমাদের দেশে বিভিন্ন শ্রেণী-পেশায় নিয়োজিতদের কাজ কর্মের মজুরি ঘণ্টা অনুসারে নির্ধারণ করা উচিত। এতে সংশ্লিষ্টদের কর্মক্ষেত্রে গণহারে ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পাবে।

১৮. শিক্ষা-সন্ত্রাস, সাহিত্য-সন্ত্রাস ও রাজনৈতিক-সন্ত্রাসের বিধ্বংসী ছোবলে বাংলাদেশের বর্তমান ও আগামী প্রজন্ম ধ্বংসের পথে। ১৯. পৃথিবী একটি রঙ্গশালা। আমাদের প্রত্যেকেই এই রঙ্গমঞ্চের অভিনেতা/অভিনেত্রী। বর্তমানে যে যত বেশি সুন্দর অভিনয় করে ছদ্মবেশ ধারণ করতে পারে সে তত বেশি সফল। ২০. একজন বুদ্ধিমান ব্যক্তি সমালোচনা ইতিবাচকভাবে গ্রহণ করেন, যে কোন বিবৃতি দেওয়ার পূর্বে বারবার ভাবেন, জীবনের যাত্রাপথে প্রতিকূল পরিস্থিতিগুলোতে সফল হতে নিজেকে উদ্বুদ্ধ করতে সক্ষম।

২১. যখন গণতন্ত্র বার বার হোঁচট খায়, সমাজতন্ত্র হতাশায় মুখ লুকায় তখন স্বৈরতন্ত্র ও সামরিকতন্ত্র আগাম বিজয়োল্লাস করে। ২২. একজন কমরেডের মানুষ চিনতে ভুল হলে ক্ষতির পরিমাণটা অন্য যে কারও চেয়ে কমপক্ষে দশগুণ বেশি হয়। ২৩. তোমার উচ্ছাসের ক্লোরোফিলে স্বস্তির নিঃশ্বাস টেনে আমি এঁকে দিব রঙধনু জীবন। ২৪. যারা প্ররোচনা (Persuasion) ও আত্মপক্ষ সমর্থনের (Justification) পার্থক্য বুঝে না তারা সহজেই অন্যদের পাতানো ফাঁদে পা দেয়। আর এটি আমাদের চারপাশে অহরহ ঘটছে।

কৌশলে এক শ্রেণী এর ফায়দা লুটছে। ২৫. মানুষের অভ্যাসসমূহ শক্তির নিত্যতার সূত্রের মত। এগুলোর রুপান্তর ঘটে কিন্তু ধ্বংস হয় না। মোঃ মুজিব উল্লাহ: আমাকে ফলো করতে পারবেন ফেসবুক ও টুইটারে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।