আমাদের কথা খুঁজে নিন

   

আজ ভয়াবহ ১১ সেপ্টেম্বর

আজাইরা প্যাঁচাল ছাড়া অন্যসব

আজ ভয়াবহ ১১ সেপ্টেম্বর । ২০০১ সালের এই দিনের ঘটনার কথা সবাই জানেন । আমি এদিন ডালাস শহরে ছিলাম । সেদিন সেখানেও মোটামুটি এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল । আমি কাজে যচ্ছিলাম শহরের স্বল্প পরিসরে চলাচলরত এক ট্রেনে ।

হঠাত প্রচন্ড ভীড় দেখেছিলাম ট্রেনে । পরে সেল ফোন মারফত সব জানতে পারি । ভীষন ভয় পেয়েছিলাম সেদিন । আমার দিকে তীর্যক সব মন্তব্য ছুটে আসছিল , তবে এর বেশী কিছু নয় । দেখেছিলাম ডাউনটাউন পুলিশ বেষ্টিত অবস্থায় ।

তবে ওরা ছিল অনেক ধৈর্যশীল । আমাকে কখনও সরাসরি কেউ কিছু কোনদিন বলেনি । আমার আজকের লেখার মূলকথা আমাদের দেশের সাথে কেউ ওরকমটা করলে আমরা এতটা ধৈর্য ধরতে পারতাম কিনা সন্দেহ । এরপর বিভিন্ন সময়ে নানা বিড়ম্বনার শিকার হলেও কখনও অতিরিক্ত মনে হয়নি । বরং সেটা কমই মনে হয়েছে ।

আমি আমার কিছু স্মৃতি বিজরিত টুইন টাওয়ার ধ্বংসপ্রাপ্ত দেখতে পারিনা, চাইনা , তাই এই ছবিটাই দিলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।