জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে
সেই কখন থেকে বসে আছি একটা নতুন পোষ্ট পড়ার জন্য। কিন্তু ভাগ্য খারাপ,কেউ লিখতেছেনা। তাই আর কি করার নিজেই লিখা শুরু করলাম। জানি আমার লিখাই সাহিত্যরস নাই আর বাংলা লিখাতেও ভুল আছে কারন আমি ঠিকমত বাংলা বলতে পারি না। তাই প্রথমেই মাফ চাচ্ছি আমার এই ভুল-ভাল লেখার জন্য।
আর আমার ভুল গুলো পারলে ধরাই দিয়েন।
*******************************************
ঠিক তখনকার কথা,যখন আমি বাংলাদেশে থাকতাম। আমার মনে পরে আম চুরির ঘটনা টা। প্রথম চুরি করতে যাচ্ছি তাই মাথার মোধ্যে ভয়টা বেশ কাজ করতেছিল। আমি আর আমার মামাতো বোন যেয়ে গাছে উঠছি,মনের সুখে কিছু আমও ছিড়ছি।
ঠিক সেই সময় ঘটল ঘটনাটা, এক জন লোকে হেটে আসতে দেখলাম। আমরা গাছ থেকে নামতে না নামতে লোকটি আমাদের কাছে আসে বলল "তোমরা গাছে কি কর?"
আচ্ছা বলেনতো দেখি সেই সময় কি বলা যায়? আপনি হলে কি বলতেন? তারা তারি বলেনতো ?
তার আগে আমার টা শুনুন। আমরা তোখন বল্লাম "এই গাছটা আমাদের তাই আম পাহারা দিতে আসচ্ছি"
আর কিছু না বলে আমরা সখান থেকে সরে পড়ি। আর কান ধরে বলি আর কখন চুরি করতে যাব না।
সব থেকে মজার বেপারটা কি জানেন? কিছু দিনপর জানতে পারি সেই গাছ টা সেই লোকের ছিল।
তাইলে বুঝেন আমাদের তখন কেমন লজ্জাটাইনা লাগছিল।
তবে যায় হক আম গুলো খুব মজা ছিল
ভাবতেছি এবার দেশে গেলে আবার চুরি করতে যাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।