মির্জা বাড়ির ছেলে আমাদের বিরোধীদলের দলের মহাসচিব " মির্জা ফখরুল ইসলাম আলমগির। " অসম্ভব বিনয়ি এবং সুভাষী ছোটবেলা থেকেই এবং পাশে পাশে সৎজনও বটে। তবে চরিত্রের মাঝে তো মানুষের সব দিক ভাল থাকবে না তাই না? তেমনি করে তারও ছিল আর সেটি হল সত্যি কথা বলতেন প্রচুর এবং তার ছোট বেলায় এজন্যই বেশী মানুষের নৈকট্য লাভ করেছিলেন । তবে ছোটবেলার সময় আর এখনকার সময় কিন্তু মোটেও এক নয় সেটি এই ভদ্রলোকটি ভুলে গিয়েছিলেন চরমভাবে।
এখন তিনি বিএনপির মহাসচিব যারা কিনা এখন বিরোধীদলে আছেন।
এই মুহূর্তে তার জীবনে যেটি সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াল সেটি হল এক স্বৈরাচার সরকারের স্বৈরাচারী দলের কিছু সিদ্ধান্ত যা জাতির বিরুদ্ধে যায় সেগুলু নিয়ে সমালোচনা ।
এটি এক প্রকার ঘোর বেয়াদবি যা কোন ভাবেই ক্ষমা যোগ্য নয় এবং এর শাস্তিটিই ভোগ করছেন কারাগারে। মানুষের ধল প্রতি মুহূর্তেই বাড়ছে তবে তাতে আসলে নেই তেমন কোন বল যা মুক্ত করে আনতে পারে বর্তমান কালের এই অবিসাংবাদিত নেতাকে যে বিএনপির মেরুদণ্ড হিসেবে ইতি মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
যাই হোক সরকারের এই আচরনে আমি মোটেও বিস্মিত নই কেননা এটিই আশা করা যায় তাদের কাছে আশ্চর্য অনুভব করতাম যদি তাদের গনতান্ত্রিক আচরণ দেখতাম বিরোধীদলের প্রতি। তবে কিছুটা আশ্চর্য যে হই নি সেটা নয় মানুষটা যে এখনো সুস্থ আছেন সেটি কি কম আশ্চর্যের ?
" বাঘের ভয়ে হায়েনারা বনের ভিতর দিয়ে দল বেধে হাটে " এখন কথা হল তার পরও কিন্তু হায়েনারা বাচে না কেননা বাঘ কিন্তু তাদেরকে ধরবেই আগে কিংবা পরে।
আর বাঘ কে আটকিয়ে রেখেও লাভ হয় না বেশীদূর কেননা বাঘ বের হয়ে আসবেই যতই আটুক সরজন্ত্র । মির্জা ফখরুল এর মুক্তি দাবী করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।