আমাদের কথা খুঁজে নিন

   

আমি ও আমার ছোট বেলা

sawhir@yahoo.com

মানুষ যখন ছোট থাকে তখন জীবনে নানা ঘটনা ঘটে তেমনি আমারও একটি ছোট বোকামির ঘটনা বলি : আমি ও কয়েক বন্ধু মিলে রাস্তা দিয়ে হাটছিলাম তখন আমাদের সামনে এলাকার কয়েকজন বড় আপুরা হাটছিলেন, আমরা উনাদের পিছনে পিছনে হাটছিলাম। ছেলে বলে আমরা স্বভাবতই তাড়াতাড়ি হাটছি, কিন্তু রাস্তা সরু হওয়ায় উনাদেরকে আর ওভারটেক করতে পারছিলাম না। ত হাঠাত করে আমি নায়ক গিরি দেখাতে গিয়ে ওনাদের মাঝ খান দিয়ে এক প্রকার ধাক্কা মেরেই সামনে চলে গিয়েছি। তারপর যা ঘটল আপনারা নিশ্চই বুঝতে পেরেছেন। আসলে যা ভাবছেন তা ঘটেনি, ঘটেছে উল্টোটা: ওনারা আমাকে বুঝিয়ে বললেন দেখ, তোমরা এখন বড় হয়েছ, একটু খুক খাক কাশ দিলেই ত আমরা বুঝতে পারতাম যে তোমরা সামনে যাবে।

তখন আমরা রাস্তা দিয়ে দিতাম। সেই দিন থেকে শিক্ষা হল একটি বড়দের, যদি সেদিন খুক খাক দিতে পারতাম তাহলে আর চটাষ একটা নরম হাতের থাপ্পর খেতে হতো না। থাপ্পর দেওয়ার পরই উপরোক্ত বয়ানটি ছেড়েছিলেন। তবে আমার কেঁদে দেওয়ার পর। আপুর বান্ধবিরা বলল খামাখা থাপ্পর দিলি কেন ওরাত ছোট ছেলে পেলে।

লম্বা ছিলাম বলেই উপরোক্ত ঘটনা। তাই আমার অনুরোধ আপনারা লম্বা হতে চেষ্টা করিয়েন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।