আমাদের কথা খুঁজে নিন

   

আ'লীগ-জাপা সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

রেলের জায়গা দখল করাকে কেন্দ্র করে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে রেলওয়ের জায়গা দখল করা নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন ও পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ ভোরে আব্দুল ওয়াহেদ গ্রুপের লোকজন রেলের জায়গায় টিনের বেড়া দিতে যায়।

খবর পেয়ে লোকমান হোসেন গ্রুপের লোকজন তাদের বাধা দিলে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে ৭জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হন। গুলিবিদ্ধরা হলেন, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও রাঙ্গালিয়া গ্রামের নুরুল হকের ছেলে আরিফ হোসেন, ইসমাইল হোসেনের ছেলে রিপন হোসেন, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম, বাবলু হোসেনের ছেলে আফতাব উদ্দিন, মহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম এবং আবুল কালাম আজাদের ছেলে মানিক হোসেন। গুলিবিদ্ধদের প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেনের করা মামলায় ভাঙ্গুড়া পৌর জাপার সভাপতি আব্দুল ওয়াহেদ ও তার ছেলে ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।