আমাদের কথা খুঁজে নিন

   

এক রাতে ( আসাদ রুবেলের প্রতি কৃতজ্ঞতা)

যেটা পরিশীলিত ও ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর নয় তা অবশ্যয় করা যায়, এটাই আমার বিশ্বাস দোকান ঘরে শুয়ে আছি। বিছানা বলতে নিচে একটা কাথা আর বিছানার চাদর। শরীরের উপর পাতলা এক কম্বল যা ফুটপাতে ২০০ টাকা করে বিক্রয় করে। রাত বাড়ছে শীতের তীব্রতা বাড়ছে। মনে কষ্ঠ পাচ্ছি এই ভেবে যে বাবা প্রতি রাতে এভাবে রাত কাটান।

আমাদের জন্য উনি কতটা ত্যাগ স্বীকার করে চলছেন ভাবতেই মনের অজান্তে চোখে জল চলে আসছে। রাত বাড়তে থাকে, শীতের তীব্রতা বারতে থাকে। এক সময়ে শীতের তীব্রতা এত বেশি হয়ে যায় আমি কাপতে থাকি। মা সম্ববত সবই টের পান। রাত ১২ টাই তিনি ফোন করে জানতে চাইলেন কিভাবে শুয়েছি।

আমি আমার অবস্তা জানালাম। বাবাও সম্ববত কথাগুলো শুনছিলেন। তিনি মাকে বলতেছেন, " আমি আগেই ভেবেছিলাম, তোমার গাধা ছেলের মাথায় এটা যাবেনা যে দোকানে একটা লেপ আছে" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।