আমাদের কথা খুঁজে নিন

   

ভাই, কেয়ামত দেখে এলাম

মনন

গুজবের খবরে ব্যাপক প্রতিক্রিয়া! ভালো-মন্দ দুই রকম প্রতিক্রিয়াই আছে। খারাপ না। আমার এক বন্ধু তারেক আর কোকোর রিমাণ্ডের বিষয়ে কথা বলেছেন। তাদের নির্যাতনের ফিরিস্তি তুলে ধরেছেন। সে বিষয়ে মুখ খোলা নাকি মানা।

আরেকজন মাঝারি ধরনের ব্যবসায়ী, যৌথ বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। আর ছাড়াও পেয়েছেন। তবে তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে। সেই নির্যাতন নাকি কেয়ামতের মতো ভয়াবহ! লোকটি নিজেই বললেন, ভাই, কেয়ামত দেখে এলাম! তখন একজন উদ্বিগ্নের সঙ্গে জানতে চাইলেন, তার মানে! লোকটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, ভাই, আমাকে যে নির্যাতন করা হয়েছে তার বর্ণনা আমি দিতে পারবো না। কিন্তু আমার মনে হয়েছে এর চেয়ে কষ্ট দুনিয়াতে আর কিছু নাই।

কেয়ামতের কষ্ট বুঝি দুনিয়াতে এলো! এরপর লোকটি তার নির্যাতনের বর্ণনা দিতে শুরু করলেন। এক সময় লোকটির চোখে পানি এলো। তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন। তিনি বললেন, জিজ্ঞাসাবাদ সেলে নেওয়ার আগেই আমার চোখ বেধে দেওয়া হলো। তারপর কক্ষে ঢুকিয়ে আমার শরীরের সমস্ত বস্ত্র সরিয়ে নেওয়া হলো।

কেউ একজন এসে আমার গোপনাঙ্গ ধরে ছটকা টান মেরে বললো, তুই একটা ভদ্র ঘরের ছেলে হয়েছে তরুণীদের জীবন নস্ট করিস! তুই এতো খারাপ! তুই যাতে আর কারো জীবন নস্ট করতে না পারিস সে ব্যবস্থা আমরা করছি। ততক্ষণে আমি মাটিতে লুটিয়ে পড়েছি। ব্যথায় কাতরাচ্ছি। তারপর একে একে ইলেকট্রিক শক, মুখে কাপড় বেধে গরম পানি কানে ঢালা থেকে শুরু করে সব ধরনের শাস্তিই দেওয়া হলো। শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দেওয়া হলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।