I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it.
কয়েক বছর আগে সামুর এক ভাইয়া অনেকটা এরকম লিখেছিলেন, “ভালো ছবি তুলতে পারি না, হাতে ভালো ক্যামেরা নেই তাই বলে কি ছবি তোলা বন্ধ রাখব...... কখনোই না... হাতে আছে নকিয়া-৩১১০ তা দিয়েই চলবে ছবি তোলা”। তিনি নকিয়া ৩১১০ এ তোলা কয়েকটি ছবি আপলোড করেছিলেন। খুব উৎসাহিত হয়েছিলাম সেদিন। চালাতে লাগলাম ‘পয়েন্ট & ক্লিক’। জানি কোনদিনই ‘ফটোগ্রাফার’ হতে পারবো না, তাই বলে কি ফটো তোলার আনন্দ থেকে বঞ্চিত হওয়া যায়! হাতের কাছে যা পাই, যাকে পাই ‘শুট’ করে দিই। হা...হা...হা... নকিয়া-৩১১০ এ তোলা কয়েকটি ছবি আপলোড করলাম আজ। নাম ভুলে যাওয়া সেই ভাইয়াকে ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।