বুধবার স্বস্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
স্বস্তির প্রকল্প পরিচালক ও বিডিজবস ডটকমের চেয়ারম্যান আহমদ ইসলাম মুকসিত জানান, সেবাটির মাধ্যমে প্রান্তিক মানুষ তার জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সহজ শর্তে ঋণ নিতে পারবেন। এতে আলাদা কোনো ক্রেডিট কার্ড বা ডিভাইসের প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশনকৃত গ্রাহক, তার মোবাইল ফোনটি ব্যবহার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঋণের টাকা উত্তোলন বা পরিশোধ করতে পারবেন।
সহযোগী প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরীন, ডিএসকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ঋণ) ও বিডিজবস ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফাহিম মাশরুর তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।