অনেক তরুণকে নতুনের স্বপ্ন দেখিয়ে যাত্রা করে বিবিসি(BBC-BLUE BAND CALL) নামক ফেসবুক গ্রুপ । প্রথম দিকে তারা কিছু কাজ করে মিডিয়ার নজরে আসে । অনেক তরুণ এতে যোগ দেয় ।
কিন্তু বর্তমান অবস্থা দেখুন । হাজার হাজার তরুণকে বিপদের মুখে রেখে এর প্রতিষ্ঠাতা (নাম ভুইলা গেছি) পুনরায় বিএনপি তে যোগ দেয় ।
তারপর বন্ধ থাকে গ্রুপের ওয়াল । শুধু এডমিন রা পোস্ট দিতে পারত ।
অনেকদিন পর ঐ গ্রুপে ঢুকে দেখি ওয়াল খোলা ।
কিছু মানুষ বীরাঙ্গনা দের নিয়ে হাসি ঠাট্রা করছে । একজন এর বিরোধীতা করায় তার উপরে ক্ষেপে যায় সবায় ।
আমিও তাদের বিরুদ্ধে মন্তব্য করি । তারপর অনেক সাহায্য পাই ।
অবশেষে ঐ পোস্টের বিরুদ্ধে কিছু পোস্ট দেবার পর একজন এডমিন এসে বিতর্কিত সেই পোস্ট টি ডিলেট করে দেয় । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।