sawhir@yahoo.com
চোর হওয়ার সহজ উপায় বা টিপস :
১। নিজের নাকে মুখে কালি মেখে নিন।
২। বাজার থেকে খাটি সরিষার তেল কিনে সারা শরীরে মেখে নিন (অবশ্যই খালিগায়ে)
৩। পারলে একটি টর্চ লাইট সংগে নিয়েন, কারণ ধরা পড়ার আগে পালাতে হবে।
৪। যদি পারে সংগে একজন সংগী নিয়ে নিয়েন।
৫। একটি বড় ব্যাগ অবশ্যই রাখবেন নতুবা চুরি করা মাল আপনি আনতে পারবেন না।
৬।
কুকুরের জন্য অবশ্যই ঔষধ মিশানো খাবার নিবেন।
৭। রাত ১২টার পর অবশ্যই চুরি করতে বের হবেন।
৮। সংগে মোবাইল রাখবেন যাতে করে ধরা পড়লে র্যাবকে খবর দিতে পারেন, বিলও কম কাটবে কারণ অফ পিক আওয়ার।
৯। চুরির আগে সকল ওস্তাদের নাম পড়ে নিতে ভুলবেন না, বিশেষ করে আপনার লাভারের কথা অবশ্যই ভুলবেন না।
১০। চোরের প্রধান ও প্রথম শর্ত হচ্ছে 'আমি চোর না'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।