আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন। । আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে ১০০ টাকার একটা নোট দিয়ে বড় চাচা বললো, একটা ১ লিটারের ঠান্ডা নিয়ে আয়। পেপসি আর কোকা-কোলা যেহেতু আমার কাছে ভালো লাগে তাই আমি একটা কোকা-কোলার বোতল হাতে করে নিয়ে আসলাম।
২ জন কাস্টোমার ছিলো, তাদেরকে খাওয়ানোর পর যেটুকু বাকি ছিলো সেটা চাচা রেখে দিলেন।
কিছুক্ষন পর পান্জাবি-টুপি পরা এক ভদ্দনোক আসলেন এবং যথারীতি উনাকেও এক গ্লাস কোকা-খোলা দেওয়া হলো।
কোকা-কলাটা দেখে উনি বললেন, না না আমি খাবো না। চাচা বেশ জোরাজোরি করলেন, তারপর ও খেলেন না। চাচা না খাওয়ার কারন কি জানতে চাইলে উনি এড়িয়ে গেলেন ব্যাপারটা।
আসল সমস্যাটা কি বুঝতে পেরে আমি দাত কেলিয়ে বললাম," ও,এটা তো কোকা-কোলা" জবাবে উনিও দাত কেলিয়ে একটা হাসি দিয়ে আমার কথায় সমর্থন ব্যাক্ত করেন।
আমি আসলেই বুঝি না মানুষ এখনো কীভাবে সেকেলে মনোভাব নিয়ে চলেন। অনেকে অভিযোগ করেন পেপসি আর কোকা-কোলা ইসরাযেলকে বাচাতে প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই কথা বলেন তাদেরকে বলছি এই কোম্পানিগুলো ইসরায়েল এর জন্মের ৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। আর আপনি যদি ধর্মের দোহাই দিয়ে এগুলো ইগনোর করে থাকেন তবে একটা কথা মনে রাখবেন, যুক্তরাষ্ট্র যদি চায় তাহলে মুসলিম দেশ হওয়ার কারনে আমাদের দেশ থেকে কাপড় আমদানি না করে নিমিষেই গার্মেন্ট শিল্পকে মাটিতে মিশিয়ে দিতে পারবে।
তারা এরকম কেনো করেনা জানেন? কারন তারা আপনার মতো আবাল না। তারা জানে একটা ব্যাবসা প্রতিষ্ঠান ধ্বংস করা মানে প্রতিষ্ঠানটির পেছনে থাকা হাজারো নীরীহ শ্রমিকের মুখের খাবার কেড়ে নেওয়া। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।